এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবার উপহার রাজ্যের ক্লাবগুলিকে, জানুন বিস্তারিত

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবার উপহার রাজ্যের ক্লাবগুলিকে, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কয়েক বছর ধরেই রাজ্যের বিভিন্ন ক্লাবগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ সাহায্য দেয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূলত খেলাধুলায় উৎসাহিত করতে ক্লাবগুলোকে এই অর্থসাহায্য দেওয়া হয়। গত বছর করোনা সংক্রমণের মধ্যেও রাজ্যের ক্লাবগুলোকে এক লক্ষ টাকা অর্থসাহায্য দেয়া হয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ক্লাবগুলি আবার সরকারি অনুদান পেতে চলেছে। এবারেও ১ লক্ষ।

সরকারের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল যে, প্রথম বছর দু লক্ষ টাকা করে অনুদান দেয়া হবে রাজ্যের বিভিন্ন ক্লাব গুলিকে। পরের ২ বছর দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। তবে, গত বছরও ১ লক্ষ টাকা করে ক্লাবগুলোকে অনুদান দেয়া হয়েছিল। তবে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এরপর অনুদান পেতে গেলে ক্লাবগুলোকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দাখিল করতে হবে। অর্থাৎ, কোন খাতে এই অর্থ ব্যয় করেছে? তার হিসাব দিতে হবে। না হলে এরপর থেকে আর অনুদান দেওয়া হবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার, রাজ্যের ক্লাব গুলি আবার এক লক্ষ টাকা করে অনুদান পেতে চলেছে। জানা গেছে, রাজ্যের মোট ১০ হাজার ক্লাবকে সরকারি অনুদান দেয়া হচ্ছে। এবার নতুন করে কোনও ক্লাবকে অনুদান দেয়া হচ্ছে না। যে ক্লাবগুলি এতদিন অনুদানের টাকা পেত, সেগুলিকেই অনুদান দেয়া হবে। এ প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানান যে, এ বছর নতুন কোনও ক্লাবকে অনুদান দেয়া হচ্ছে না। নিয়ম অনুযায়ী প্রথম বছরে ২ লক্ষ, পরের ৩ বছরে ১ লক্ষ টাকা করে দেয়া হয়।

গতবছর করোনা সংক্রমণ কালেও রাজ্যের ক্লাবগুলোকে ১ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছিল। করোনা সংক্রমণ কালে এই অনুদান নিয়ে নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল বিরোধী শিবির থেকে। সরকারের দাবি, খেলাধুলায় উৎসাহ দিতে, এর পরিকাঠামো গড়ে তুলতে ক্লাবগুলোকে অনুদান দেয়া হয়। করোনা সংক্রমণ কালে ক্লাবগুলোকে এক লক্ষ টাকা অনুদান, অন্যদিকে গত বছর পুজোর সময় ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা অনুদান নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল। করোনা সংক্রমণ যেখানে রাজ্যের ভাড়ার প্রায় শুন্য, সেখানে এই অনুদান দেওয়া কতটা যৌক্তিক? তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন বিরোধী শিবির থেকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!