এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “পার্থ-কেষ্ট নয়, আরও অনেকে জেলে যাবে” পঞ্চায়েতের মুখে হুংকার শুভেন্দুর!

 “পার্থ-কেষ্ট নয়, আরও অনেকে জেলে যাবে” পঞ্চায়েতের মুখে হুংকার শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতির ঘটনায় বর্তমানে ব্যাপক চাপে রয়েছে রাজ্য সরকার। প্রতিমুহূর্তে তৃণমূলের নেতাদের চোর, চোর স্লোগান দিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এমনকি পঞ্চায়েত নির্বাচনে এই দুর্নীতির বিষয়টিকে সামনে রেখেই লড়াই করতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের। আর এই পরিস্থিতিতে এবার সেই নিয়োগ দুর্নীতির কথা তুলে ধরেই আরও অনেকে জেলে যাবে বলে হুংকার ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, এদিন একটি সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে চাপে ফেলে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “পিসিমণি চোরেদের বাঁচাতে আদালতে গিয়েছেলেন। আদালত কানমলা দিয়ে পাঠিয়ে দিয়েছে। পার্থ, কেষ্ট জেলে গিয়েছে। আরও অনেকে জেলে যাবে।”বলা বাহুল্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মলয় ঘটকের মত তৃণমূলের নেতা মন্ত্রীদের ইতিমধ্যেই তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তারা অনেকেই এখনও পর্যন্ত হাজিরার মুখোমুখি হননি। বরঞ্চ পঞ্চায়েত নির্বাচনের কারণে ব্যস্ত রয়েছেন বলে জানিয়ে দিয়েছেন।

আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী “আরও অনেকে জেলে যাবে” বলে যে মন্তব্য করলেন, তা রীতিমতো তৃণমূলের ভয়ের কারণ বলেই মনে করছেন একাংশ। তাহলে কি এবার নিয়োগ দুর্নীতি সহ একাধিক বিষয়ে বড় পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! বিরোধী দলনেতার মন্তব্যের পর ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!