এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড়সড় অনুরোধ সংখ্যালঘুদের , জেনে নিন বিস্তারিত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড়সড় অনুরোধ সংখ্যালঘুদের , জেনে নিন বিস্তারিত


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বড়সড় অনুরোধ ইমামদের সংগঠনের তরফ থেকে। জানা যাচ্ছে এদিন রাজ্য ইমামদের সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এর কাছে অনুরোধ করেন যে যেন কোনও অবস্থাতেই ইদের আগে লকডাউন প্রত্যাহার না করা হয়।

জানা হচ্ছে , শনিবার মুখ্যমন্ত্রীকে এই মর্মে একটি চিঠি লিখে পাঠানো হয় ইমামদের সংগঠনের তরফ থেকে ,সেই চিঠিতে মুখমন্ত্রীকে অনুরোধ করা হয় যে, যেন ঈদের কারণে লোকডাউন শিথিল করা না হয়। চিঠিতে সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইহাইয়া বলেন, “কেন্দ্রীয় সরকার ১৭ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। আমাদের রাজ্যে তা ইতিমধ্যেই ২১ তারিখ পর্যন্ত কার্যকর। ইদের কারণে, সরকার সেই নিষেধাজ্ঞা শিথিল করার কথা হয়ত ভাবনাচিন্তা চালাচ্ছে। কিন্তু, আমরা পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করছি, আরও কিছুদিন লকডাউন বাড়াতে। আগে মানুষ বাঁচুক। উৎসব পরেও চলতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, আগামী ২৫ তারিখ ইদ পালিত হওয়ার কথা। তবে ইমামদের সংগঠনের চেয়ারম্যানের দাবি লকডাউন অন্তত ৩০ মে পর্যন্ত চলা উচিত। এবিষয়ে তিনি চান যেন কেন্দ্রেও তাদের এই দাবিকে বিবেচনা করে দেখে, আর রাজ্যকেই তার জন্য উৎসাহী হয়ে কেন্দ্র সরকারের কাছে এই প্রস্তাব উত্থাপন করা উচিত। মুসলিম নেতৃত্ব এক্ষেত্রে সরকারের পাশে দাঁড়াবে।

যদিও এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা শাসক তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সংখ্যালঘু সংগঠন আশা রাখছেন মুখ্যমন্ত্রী তাদের এই অনুরোধের প্রেক্ষিতে সবদিক বিচার করেই সিদ্ধান্ত নেবেন। এদিকে ইমামদের সংগঠনের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!