এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুখ খুললেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক

বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুখ খুললেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক


তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের রাজনীতিতে জর্জরিত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুর। দলীয় অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনীতির জেরে আজ কার্যত একঘরে সিঙ্গুর আন্দোলনের অন্যতম পুরোধা ‘মাস্টারমশায়’ তথা তৃণমূলের স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সিঙ্গুরের ‘শহীদ’ তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। রবীন্দ্রনাথবাবুর ইচ্ছাতে পঞ্চায়েতে মনোনয়ন জমা দিয়েও দলীয় প্রতীক পাননি মনোরঞ্জনবাবু, উল্টে তাঁর অভিযোগ তাপসী মালিকের ‘খুনির’ পরিবারের সদস্যকে এবার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস আর তার প্রতিবাদ জানাতেই সেখানে তিনি নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। আর মনোরঞ্জনবাবুর এই ক্ষোভের কথা কানে যেতেই বিজেপি রাজ্য সভাপতি দিলি ঘোষ বলেন, মনোরঞ্জন মালিক ও তাঁর মেয়ে তাপসী মালিকের নাম করে বাংলায় ক্ষমতা দখল করেছিল তৃণমূল। অথচ আজ তাঁকে একটা টিকিট দিতে পারছে না তৃণমূল। তাই তাপসী মালিকের বাবাকে বলব, মেয়ের জন্য যদি ন্যায় চান, তবে বিজেপিতে আসুন। আপনাকে ন্যায় দিতে পারে একমাত্র বিজেপিই। বিজেপি রাজ্য সভাপতি এদিন স্পষ্ট করে দেন, মনোরঞ্জনবাবু চাইলে ‘নির্দল’ প্রার্থী হিসাবেই তাঁকে সমর্থন করবে বিজেপি, যাতে তাঁর জয় সুনিশ্চিত হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর বিজেপি রাজ্য সভাপতির এই খোলা আহ্বানের পরে মুখ খুললেন মনোরঞ্জনবাবু নিজে। তিনি বলেন, আমার মেয়েকে যারা খুন করল, তাদের পরিবারের একজনকে দলীয় টিকিটে প্রার্থী করা হল। অথচ আমাকে প্রার্থী করল না দল। এটা লজ্জার ব্যাপার। এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ। যে নেতৃত্ব আমাকে টিকিট না দিয়ে আমার মেয়ের খুনির পরিবারের এক সদস্যকে টিকিট দিয়েছে, তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। তবে আমি কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস ছাড়ছি না, আমি তৃণমূলেই থাকছি। কোনোরকম দলবিরোধী কাজও আমি করব না, কেননা আমার কাছে দিদি মহান। দিদির নাম করেই আমি মানুষের কাছে ভোট চাইতে যাব, আমার দৃঢ় বিশ্বাস মানুষ মানুষ আমাকে ফেরাবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!