এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন বাবুলের! জেনে নিন

করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন বাবুলের! জেনে নিন


 

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হলেও বাম, বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে করোনা মোকাবিলায় তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছিল। তবে রাজনীতি এই সময় কাম্য নয় বলে শাসক-বিরোধী নেতারা দাবি করলেও, করোনা যেন বারে বারেই রাজনীতি এনে বিষাক্ত করে দিচ্ছে বঙ্গ রাজনীতিকে।

সূত্রের খবর, এবার করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ নিয়ে ব্যাপক প্রশ্ন তুলে দিলেন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। জানা গেছে, এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি জেলার জেলাশাসকদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স বৈঠক করেন। যে বৈঠকে সরাসরি সম্প্রচার হয় টেলিভিশন চ্যানেলগুলোতে। আর তা নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর অফিশিয়াল মিটিং কেন ক্যামেরার সামনে করতে হবে! পৃথিবীর কোনো মন্ত্রী এটা করেন না। এটা মাঠে-ঘাটের কোনো মিটিং নয়। এটা নবান্নের মিটিং।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রকাশ্যে টেলিভিশন মিডিয়াগুলোকে দিয়ে তার বৈঠক দেখালেও, কেন ডেলোর মিটিংয়ে প্রেসকে ডাকা হল না, তা নিয়েও প্রশ্ন তুলে দেন তিনি। অন্যদিকে তাপস পালের মৃত্যু নিয়েও করোনার এই পরিস্থিতির মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “ভুবনেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন। কিন্তু পাশের ঘরে থাকা তাপস পালের সঙ্গে দেখা করেননি। তাপসদা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।”

আর বাবুল সুপ্রিয় করোনার এই ভয়াবহতার মধ্যে যেভাবে বিভিন্ন ইস্যু তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন, তা নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা বলেই মত বিশেষজ্ঞদের। অনেকে বলছেন, বাবুল সুপ্রিয়র এই বক্তব্য কিছুটা হলেও সত্যি। আবার অনেকে বলছেন, বর্তমান সময়ে এই বক্তব্য সত্যি হলেও, তা সময়পোযোগী বক্তব্য নয়। এখন রাজনীতির সময় নয়, তাই এখন এই সমস্ত বক্তব্য থেকে দূরে থাকা উচিত। সব মিলিয়ে করোনার ভয়াবহতার মাঝেও, বারেবারেই বাংলায় ফিরে আসছে রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!