এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > স্নাতকস্তরের পরীক্ষা নিয়ে বড়সড় আপডেট! ১০ তারিখেই মিলবে রুটিন, কিভাবে হবে পরীক্ষা? জেনে নিন

স্নাতকস্তরের পরীক্ষা নিয়ে বড়সড় আপডেট! ১০ তারিখেই মিলবে রুটিন, কিভাবে হবে পরীক্ষা? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- পরীক্ষা নেওয়ার কথা আগেই বলা হয়েছিল। এবার সেখানে অপেক্ষা ছিল কবে থেকে সেই পরীক্ষা হবে সেই নিয়ে। এবার সেই জায়গায় উঠে এলো উত্তরবঙ্গের নাম। সেক্ষেত্রে তারা ওপেন বুক পদ্ধতিতেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফাইনাল ইয়ারের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তাদের কথা মত, পরীক্ষার্থীরা অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমের ব্যবহার করে পরীক্ষা দিতে পারবেন। প্রথমে ১-৬ই অক্টোবর স্নাতকের ফাইনাল ইয়ারের পরীক্ষা হবে। আর ১-৮ই অক্টোবর স্নাতকোত্তরের পরীক্ষা হবে। ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন।

পরীক্ষার পদ্ধতি হিসেবে বলা হয়েছে, পরীক্ষার আগের দিন বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রশ্নপত্র আপলোড করা হবে। এরপর সেই প্রশ্নপত্র ডাউনলোড করে বাড়িতে বসে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার দিন বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে বা অনলাইনে উত্তরপত্র জমা দিতে হবে। ১০ই সেপ্টেম্বর স্নাতক স্তরের পরীক্ষার রুটিন ওয়েবসাইটে আপলোড করা হবে। ১৫ই সেপ্টেম্বর থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া ১৬ই সেপ্টেম্বরের মধ্যে কলেজগুলিতে উত্তরপত্র পৌঁছে দেওয়া হবে। পরীক্ষার্থীর অভিভাবক বা মনোনীত অন্য কোনও ব্যক্তি পরীক্ষার্থীর আসল অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং ছবি সহ পরিচয়পত্র নিয়ে এসে কলেজ থেকে প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ২১-২৬শে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীরা প্রশ্নপত্রের প্রথমপাতা অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন। উত্তর লেখার জন্য সেই পাতার সঙ্গে পরীক্ষার্থীরা এ-ফোর কাগজ ব্যবহার করতে পারবেন। পরীক্ষার দিন কলেজ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করতে পারবেন অভিভাবকরাও। সেক্ষেত্রে উত্তর লেখার পর অনলাইনে উত্তরপত্র পিডিএফ ফরম্যাটে পরীক্ষার দিন বিকেল ৫টার মধ্যে পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জমা দিতে পারবেন। তা না হলে, ওই একই দিনে পরীক্ষার্থীর আসল নথিপত্র, ছবি সহ শুধুমাত্র পরীক্ষার্থীর অভিভাবক বা মনোনীত অন্য কোনও ব্যক্তি কলেজে গিয়ে উত্তরপত্র জমা দিতে পারবেন। ৩১ অক্টোবর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এরই সঙ্গে স্নাতকোত্তরেও একই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, যেকোন মূল্যে পরীক্ষা নিতেই হবে, কেন্দ্র সরকার থেকে এমন কথা বলে দেওয়ার পর তুমুল বিতর্ক শুরু হয় শিক্ষার্থী মহলে। করোনা পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত করা যাবে সেই নিয়ে নানা মতামত আসতে থাকে। এখন প্রতিকূল পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য, একমাত্র ওপেন বুক টেস্টই হতে পারে বলে মনে করেন ওয়েবকুপার সদস্যরা। সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশ্নপত্র মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রশ্নের উত্তর লিখে পরীক্ষার্থীরা মূল্যায়ণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে হবে। ফলত বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন সকলে। এক কথায় ‘হোম অ্যাসেসমেন্ট’ হওয়ায় পরীক্ষার্থীরা বই দেখে বা অন্যের সাহায্য নিয়েও উত্তর লিখতে পারবেন বলে সেই সময় জানানো হয়। তবে প্রত্যন্ত এলাকায় যেখানে ইন্টারনেট পরিষেবা নেই, সেখানে একটি সেন্টার করে, তাতে নেট সংযোগ করে কয়েকজনের পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা যায়। সেক্ষেত্রে পরীক্ষার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার অথবা কলেজ-বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন কথা বলা হয়েছিল। এবার সেই রাস্তাতেই হাঁটতে দেখা যাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!