এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভার আগে ক্রমশ বাড়ছে বিজেপি? গেরুয়া ঝড় আটকাতে অভিনব প্রচারে আসরে তৃণমূলের আইটি সেল

বিধানসভার আগে ক্রমশ বাড়ছে বিজেপি? গেরুয়া ঝড় আটকাতে অভিনব প্রচারে আসরে তৃণমূলের আইটি সেল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি যেমন মাঠে ময়দানে নামতে শুরু করেছে, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তারা আরও বেশি করে সক্রিয় হতে শুরু করেছে। তাই মাঠে ময়দানে বিজেপিকে কুপোকাত করার পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়াতেও গেরুয়া শিবিরকে চাপে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, ইতিমধ্যেই বিজেপি বিরোধী জনমত গঠন করতে “মার্ক ইওরসেল্ফ সেভ ফ্রম বিজেপি” লেখা ফ্লেক্স শিলিগুড়ির বিভিন্ন জায়গায় ঝোলানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যে ফ্লেক্সে রয়েছে একটি কিউআর কোড। আর এই কোড স্ক্যান করলেই “নিজেকে বিজেপি থেকে সুরক্ষিত চিহ্নিত করুন” এই পেজে তা গিয়ে জমা হচ্ছে।

জানা গেছে, ইতিমধ্যেই সেখানে 11 লক্ষেরও বেশি লোক নিজেকে বিজেপি বিরোধী হিসেবে চিহ্নিত করেছেন। তৃণমূলের বক্তব্য, এক কোটি টার্গেট নিয়ে এই কর্মসূচিতে ঝাপানো হয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মতামত জানতে এবং সকলে যাতে বিজেপি বিরোধী মনোভাব প্রকাশ করেন, তার জন্য এখন পুরোদমে ময়দানে নেমে পড়েছে শিলিগুড়ি তৃণমূল নেতৃত্ব।

মূলত, স্ক্যান করে যে কেউ এই পেজে সরাসরি প্রবেশ করতে পারবে। যেখানে প্রথমে দেড় থেকে দুই মিনিটের পাঁচটি ভিডিও দেখানো হচ্ছে। আর তারপরেই বিজেপির বিরুদ্ধে নানা প্রশ্ন চিহ্ন ছুড়ে দিয়ে মানুষকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবগত করছে তৃণমূলের আইটি সেল। জানা গেছে, এখনও পর্যন্ত 11 লক্ষ 2 হাজারের বেশি লোক নিজেকে বিজেপি বিরোধী হিসেবে চিহ্নিত করেছেন। যার ফলে ব্যাপক উচ্ছসিত তৃণমূল কংগ্রেস।

একাংশের মতে, বর্তমানে বিজেপি নানা পদ্ধতি প্রয়োগ করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে চাইছে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ময়দানে নেমে নানা আধুনিক কর্মসূচির মধ্য দিয়ে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাই এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে বক্তব্য পোষণ করে জনমত সংগ্রহ করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার বলেন, “বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমরা জনমত গড়তে পাড়ায় পাড়ায় ফ্লেক্স জুড়িয়ে লোকজনের সমর্থন আদায় করছি। এখন সকলেই হাতেই স্মার্টফোন। ফ্লেক্সের কিউআর কোড স্ক্যান করলেই বিজেপি বিরোধী জনমত গঠনে একজন ভোটার আমাদের হাত শক্ত করতে পারবেন।”

যদিও তৃনমূলের এই কর্মসূচিতে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি জেলা বিজেপির মুখপাত্র কমল ঘোষ বলেন, “আমরা কেন্দ্রের তিন শতাধিক প্রকল্প নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি। স্থানীয় সাংসদ থেকে পাড়ার নেতা সকলেই ময়দানে আছেন। এভাবে ওরা খাতায়-কলমে জনসমর্থন আদায় করতে চাইছে। আসলে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই আরও অনেক কিছু ওরা করবে।”

তবে যে যাই বলুক না কেন, বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী দুই দলের মধ্যে লড়াই যে ক্রমশ জমে উঠেছে, তা বলাই যায়। এবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেও বিজেপিকে চাপে ফেলতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!