এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতাকে ফোন খোদ অমিত শাহের, জানুন বিস্তারিত

মমতাকে ফোন খোদ অমিত শাহের, জানুন বিস্তারিত


ক্রমশ রাজ্যের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আর কয়েক ঘণ্টা পরই আছড়ে পড়ার সম্ভাবনা। ইতিমধ্যেই সতর্ক করেছে মৌসম ভবন। বাংলায় প্রবল ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেছে কেন্দ্র।এখনও পর্যন্ত অনুমান দুই রাজ্য, ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই ঝড়ে সব থেকে বেশি ক্ষতি হতে পারে। এখনও পর্যন্ত অনুমান আম্ফানের গতিবেগ হতে পারে ঘন্টায় ২০০ কিমি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই মারাত্মক বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে পশ্চিমবঙ্গকে সবরকম সাহায্যের অঙ্গীকার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অমিত শাহ । মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করে এই বিপর্যয় মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের ‘আমফান’ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুজনে। কেন্দ্রের সবরকম সাহায্যের আশ্বাসেক পাশাপাশি অমিত শাহ মমতাকে জানিয়েছেন রাজ্য চাইলে ত্রাণ তৈরি।

এই ঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলেও। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ একাধিক উপকূলবর্তী অঞ্চলে জেলা প্রশাসনের তরফ থেকে সর্তকতা জারি করা হয়েছে। ইতিমধ্যে দিঘায় পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!