এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারীদের নিরাপত্তায় জোর দিতে বড় পদক্ষেপ, রাজ্যের কাছে জবাবদিহি তলব হাইকোর্টের!

নারীদের নিরাপত্তায় জোর দিতে বড় পদক্ষেপ, রাজ্যের কাছে জবাবদিহি তলব হাইকোর্টের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয়, বারবার বিরোধীদলের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। যদিও বা মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নারীরা অত্যন্ত সুরক্ষিত বলে দাবি করেছে শাসক দল। কিন্তু তা স্বত্বেও বাসে বা ট্রেনে যাতায়াত করার সময় মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে বিভিন্ন খবর মাঝেমধ্যেই সামনে আসে। যাকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রেই লজ্জায় মাথা হেঁট হয়ে যায় রাজ্যবাসীর। তবে এবার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। যেখানে রাজ্যের কাছে গণ পরিবহনে নারীরা কতটা সুরক্ষিত, তা নিয়ে জবাবদিহি তলব করল আদালত। স্বাভাবিকভাবেই আদালতের এই পদক্ষেপকে কেন্দ্র করে আশার আলো তৈরি হয়েছে গোটা রাজ্যবাসীর মধ্যে।

সূত্রের খবর, এদিন একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের কাছে একটি বিষয় জানতে চাওয়া হয়। যেখানে হাইকোর্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, নারীদের সুরক্ষা নিশ্চিত করতে গণপরিবহনে কোনো হেল্পলাইন ব্যবস্থা চালু করা যায় কিনা? অর্থাৎ বিভিন্ন সময় বাস এবং ট্রেনে মহিলাদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটে থাকে। অনেক ক্ষেত্রেই তা মুখ বুজে সহ্য করে নেন নিরীহ মহিলারা। তবে এবার যাতে তা আর না হয়, যাতে তারা সাথে সাথেই সুবিচার পান, তার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

বিশেষজ্ঞরা বলছেন, নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টের এই পদক্ষেপকে স্বাগত না জানালেই নয়। কেননা বারবার মহিলাদের হেনস্থা থেকে শুরু করে ইভটিজিংয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। বিশেষ করে পরিবহন ক্ষেত্রে যাতায়াতের সময় অনেক নির্যাতনের মতো ঘটনা ঘটেছে মহিলাদের সঙ্গে। কিন্তু তা সত্ত্বেও তারা মুখ বুজে সহ্য করে নিয়েছেন। তবে এর বিকল্প ব্যবস্থা হিসেবে রাজ্যের কাছে জবাবদিহি তলব করে নারীশক্তকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলে কলকাতা আলাদা বলেই মনে করা হচ্ছে। স্বভাবতই রাজ্য সরকার এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে কি রিপোর্ট জমা দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!