এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মহিলা প্রার্থীদের নিরাপত্তা কোথায় ! মমতার প্রকল্প তুলে ধরে কটাক্ষ অধীরের !

মহিলা প্রার্থীদের নিরাপত্তা কোথায় ! মমতার প্রকল্প তুলে ধরে কটাক্ষ অধীরের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকা। বিরোধীদের অভিযোগ, বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের ওপর হামলা করছে তৃণমূল কংগ্রেস। অনেক জায়গায় মহিলা পার্থীদের ওপরেও আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর মহিলাদের জন্য একাধিক প্রকল্পকে তুলে ধরে নারী নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, পিছিয়ে পড়া মহিলাদের প্রার্থী করা হয়েছে। কিন্তু তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। সেই কারণে আজকে সেই সমস্ত মহিলাদের পার্টি অফিসে রাখতে হচ্ছে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য কন্যাশ্রী থেকে শুরু করে অনেক প্রকল্প করেছেন। কিন্তু বাংলার মহিলারা নিরাপদ নন। আজকে পিছিয়ে পড়া অনেক মহিলাকে প্রার্থী করা হয়েছে। কিন্তু তারপরেও সেই সমস্ত মহিলাদের ওপর আক্রমণ করা হচ্ছে। যার কারণে আজকে সেই মহিলাদের পার্টি অফিসে রাখতে হচ্ছে।”

একাংশ বলছেন, এই বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও চাপের মুখে ফেলে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। বুঝিয়ে দিলেন, রাজ্যে যে সমস্ত মহিলারা প্রার্থী হয়েছেন, তাদের ওপরেও আক্রমণ নেমে আসছে। যার ফলে তৃণমূল অত্যন্ত চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!