এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতের প্রার্থী নিয়ে তৃণমূলের অস্বস্তি, বিস্ফোরক বাদুড়িয়ার বিধায়ক !

পঞ্চায়েতের প্রার্থী নিয়ে তৃণমূলের অস্বস্তি, বিস্ফোরক বাদুড়িয়ার বিধায়ক !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েতে প্রার্থী নিয়ে শুরু হয়েছে কোন্দল। ইতিমধ্যেই দলের অনেকেই অনেক জায়গায় প্রার্থী হিসেবে কাউকে কাউকে মানতে না পেরে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন। যদিও বা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হয়েছে কড়া বার্তা। আর এই পরিস্থিতিতে এবার পঞ্চায়েতের প্রার্থী নিয়ে কার্যত অভিমানের শোনা গেল তৃণমূল বিধায়ক আব্দুর রহিম কাজির গলায়। তার বক্তব্য, 2021 এর বিধানসভা নির্বাচনে সংকটের সময় যারা দলের সাথে ছিলেন, তাদের প্রার্থী করলে ভালো হতো।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েতের প্রার্থী নিয়ে মন্তব্য করেন বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম কাজি। তিনি বলেন, “আমি দলের অনুগত সৈনিক। দলের বিধায়ক। স্বাভাবিকভাবেই দল যা নির্দেশ দেবে, আমি তা মেনে চলব। কিন্তু সংকটের সময় যারা দলের সঙ্গে ছিলেন, তাদের প্রার্থী করলে ভালো হত। যারা সংকটের সময় ছিলেন না, তাদের প্রার্থী করলে কর্মীরা কষ্ট পাবে।”

বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের পঞ্চায়েতের প্রার্থী নিয়ে যথেষ্ট চাপ বাড়ছে শীর্ষ নেতৃত্বের। বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীকে মানতে না পেরে দলের একাংশ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন। আর এবার বিধায়কের মনেও যে সেই ব্যাপারে ছাপ পড়েছে এবং তিনি যে এই প্রার্থী তালিকা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন, তা স্পষ্ট করে দিলেন আব্দুর রহিম কাজি। স্বভাবতই বিধায়কের এই অভিমান কিভাবে সামাল দেবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!