এখন পড়ছেন
হোম > জাতীয় > চাপের মুখে পিছু হঠে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের,গুনতে হবে না বাড়তি টাকা

চাপের মুখে পিছু হঠে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের,গুনতে হবে না বাড়তি টাকা

অবশেষে চাপে পড়ে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হঠতে বাধ্য হল ভারতীয় রেল। রেল সূত্রে খবর, বেশি মালপত্রের জন্যে যাত্রীদের কাছ থেকে যে বেশি ভাড়া নেওয়ার রাস্তায় হেটেছিল রেল,সেই জরিমানা নেওয়ার পথ থেকে এবর সরে আসতে চলেছে তারা। দেশজুড়ে এ নিয়ে যখন প্রবল সমালোচনার মুখে পড়ে ভারতীয় রেল,তখনই তাদের তরফে জানানো হয়, যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত উল্লেখ্য, গত 1 জুন থেকে 6 জুন পর্যন্ত দেশের অধিকাংশ ট্রেনগুলিতে রেলের কর্তারা এক অভিযান চালায়।মূলত যাত্রীরা কত মাল নিয়ে যাত্রা করছেন তা খতিয়ে দেখেন তারা।এরপরই মালপত্রের জন্য রেলের তরফে বাড়তি ভাড়ার কথা ঘোষনা করলে দেশজুড়ে রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।এরপরই এই বাড়তি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসে ভারতীয় রেল। এ প্রসঙ্গে রেলমন্ত্রকের মুখপাত্র রাজেশ বাজপেয়ী বলেন, ” অতিরিক্ত মালপত্র সংক্রান্ত সমস্যা তুলে ধরতেই এই অভিযান চালায় রেল। এর উদ্দেশ্য যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো। অতিরিক্ত মালপত্র নিলে অসুবিধে হতে পারে সহযাত্রীদের।

উল্লেখ্য, তিন দশক আগের অতিরিক্ত পরিমানের মালপত্র সংক্রান্ত আইনে বলা আছে, স্লিপার ক্লাসের যাত্রীরা 40 কেজি ও সেকেন্ড ক্লাসের যাত্রীরা 35 কেজি পর্যন্ত জিনিস নিয়ে যেতে পারবেন।এরজন্য বাড়তি কোনো ভাড়া লাগবে না।
তবে নতুন নিয়মে বলা হয়েছিল, এক্সেজ লাগেজের ক্ষেত্রে 80 কেজি পর্যন্ত নির্ধারাত হয়েছে।এবং 70 কেজি পার্সেল অফিসের ক্ষেত্রে কোনও চার্জ লাখবে না। রেল সূত্রে খবর,এক্ষেত্রে লাগেজের আকার হবে 100 সেন্টিমিটার+ 60 সেন্টিমিটার + 25 সেন্টিমিটার(দৈর্ঘ+ প্রস্থ + উচ্চতা) ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!