এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দড়ি ধরে মারো টান রানি হবে খান খান।” নন্দীগ্রামে তৃণমূলকে বেনজির আক্রমণ শুভেন্দুর

“দড়ি ধরে মারো টান রানি হবে খান খান।” নন্দীগ্রামে তৃণমূলকে বেনজির আক্রমণ শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রার্থী ঘোষণার পর আজ নন্দীগ্রামে প্রথম রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হলেন শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের নিকটে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করতে চলেছেন তিনি। আবার নন্দীগ্রামে রয়েছে তাঁর রোডশো। আজ নন্দীগ্রাম থেকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে।

শুভেন্দু অধিকারী জানালেন যে, গত ২০১১ সালে চিটফান্ডের অর্থেই বিধানসভার ভোট করিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার এলে চিটফান্ডের টাকা ফিরিয়ে দেয়া হবে সাধারণ মানুষকে। এই টাকা ফিরিয়ে দেবে বিজেপি। জামানত জব্দ করে এই টাকা ফিরিয়ে দেবে বিজেপি, জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর শুভেন্দু অধিকারী জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বাকিটা তিনি ঘরের ছেলে হয়ে সামলে নিতে পারবেন, বলে জানান। তিনি জানালেন, তাঁর নির্বাচনের দায়িত্ব জনগণের। পশ্চিমবঙ্গে পরিবর্তন আসতে চলেছে। বিজেপি আসছে। তিনি অভিযোগ করেন, তাঁর পোস্টার ছেড়া হয়েছে, তাঁর পোস্টারে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে তিনি জানালেন, ১৭ টি অঞ্চলের মধ্যে অন্তত ২ টি অঞ্চলের নাম তিনি বলুন।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গতকাল মন্দিরে প্রণাম করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জুতো পরেই মন্দিরে গিয়েছিলেন তিনি। সরাসরি নাম না করেও তিনি জানালেন যে, আমফানের টাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি অভিযোগ জানালেন, নন্দীগ্রামের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী কোন চিন্তাভাবনাই করছেন না। শুভেন্দু অধিকারী জানালেন, তিনি হলেন নন্দীগ্রামের ভোটার। নন্দীগ্রামের মাটির ছেলে তিনি। আগামী বিধানসভা নির্বাচনে দুধ কা দুধ, পানি কা পানি হবে বলে জানালেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!