এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গণতন্ত্রের ওপর আঘাত” এবার এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা! জেনে নিন

“গণতন্ত্রের ওপর আঘাত” এবার এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা! জেনে নিন


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশে জুলাইয়ের ভার্চুয়াল শহীদ সমাবেশের মঞ্চ থেকে তিনি বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে তার প্রধান টার্গেট দিল্লির শাসকবর্গকে ক্ষমতাচ্যুত করা। আর সেই লক্ষ্য নিয়েই যে তিনি এখন থেকে পথ চলবেন, সেই কথাও তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দেশের সমস্ত বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক হওয়ার বার্তাও দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে একুশে জুলাইয়ের শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে যখন বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার পরের দিন হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্করূর বেশ কয়েকটি অফিসে আয়কর দপ্তরের পক্ষ থেকে হানা দেওয়ার সাথে সাথেই বিজেপির বিরুদ্ধে রনংদেহী মেজাজে অবতীর্ণ হলেন বাংলার মুখ্যমন্ত্রী।

যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই ধরনের আঘাত নেমে এসেছে বলে টুইট করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ এই ইস্যুতে আবার নতুন করে বিজেপি বিরোধিতার রাস্তা বেছে নিলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের বেশ কিছু রাজ্যে হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে আয়কর দপ্তরের পক্ষ থেকে ভিজিট করা হয়। আর তারপরেই গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিতে শুরু করেন একাংশ।

পাশাপাশি এই বিষয়ে টুইট করতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন টুইটারে তিনি লেখেন, “এই ঘটনা গণতন্ত্রের ওপর বিরাট আঘাত। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কণ্ঠে রুদ্ধ করতে চাইছে। আপনারা সকলে শক্ত থাকুন। ঐক্যবদ্ধভাবে আমরা এই স্বৈরাচারী শক্তিকে পরাস্ত করব। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতার কারণেই আয়কর বিভাগকে লেলিয়ে দেওয়া হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পাশে থাকার বার্তা দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে আরও চাপের মুখে ফেলে দিলেন। এক্ষেত্রে বারবার তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন, দেশের সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে বিজেপির পক্ষ থেকে নিজেদের দখলে নিয়ে নেওয়া হচ্ছে। যা গণতন্ত্রের পক্ষে অশুভ লক্ষণ বলেই দাবি করতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে বলেও অভিযোগ করেছেন বাংলার প্রশাসনিক প্রধান। আর এবার হিন্দি সংবাদপত্রের অফিসে আয়কর হানার ঘটনায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপির বিরুদ্ধে আরও বড় হাতিয়ার পেয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পর্যবেক্ষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন প্রধান লক্ষ্য, কেন্দ্রের বিজেপি সরকারের ওপর চাপ বাড়ানো। সময় নষ্ট না করে এখন থেকেই যে বিরোধী জোট গঠন করা উচিত, তার কথা একুশে জুলাইয়ের সমাবেশ থেকে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে দিল্লির কনস্টিটিউশন হলে থাকা বিরোধী নেতা শরদ পাওয়ার থেকে শুরু করে পি চিদাম্বারামদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনই যাতে মহাজোট গঠনের জন্য উদ্যোগ নেওয়া হয়।

বিজেপির বিরুদ্ধে লাগাতারভাবে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে যে লড়াই আন্দোলনে নামতে তিনি তৎপর, তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। আর তাই এই শহীদ দিবসের অনুষ্ঠানের পরদিন দৈনিক ভাস্করের সংবাদপত্রের অফিসে আয়করের হানা তৃণমূল নেত্রীর বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়ার মাত্রাকে যেমন বাড়িয়ে দিল, ঠিক তেমনই অনেকটাই চাপে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!