এখন পড়ছেন
হোম > রাজ্য > বিনা পয়সায় পড়ানো নিয়ে শুরু বিধায়কদের মধ্যে মতবিরোধ, শুরু রাজনৈতিক তরজা

বিনা পয়সায় পড়ানো নিয়ে শুরু বিধায়কদের মধ্যে মতবিরোধ, শুরু রাজনৈতিক তরজা

মেধাবী অথচ আর্থিক ভাবে দুস্থ্য ছাত্র ছাত্রীদের অর্থাভাবে পড়াশুনায় ছেদ পরা রুখতে এক জনহিতকর পদক্ষেপ গ্রহণের পথে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিনা পয়সায় বা অর্ধেক খরচে পড়ানোর প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের বিধায়কদের কাছে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এই পদক্ষেপ খুব একটা সুজনজরে দেখছেন না বিধায়করা। কারণ তাঁদের একাংশের মতে এই উদ্যোগ কার্যকরী হলে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বৃদ্ধির সমূহ সম্ভবনা রয়েছে। এরফলে প্রত্যাশিত ভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিধায়কদের কাছ থেকে তাঁদের বিধানসভা এলাকার দুস্থ, আর্থিকভাবে অক্ষম কিন্তু মেধাবী পড়ুয়ার নামের তালিকা চাওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অনুসারে ঐ সব শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পাঠ দান করা হবে। এমনকি ইঞ্জিনিয়ারিং, বায়ো টেকনোলজি, কমার্স, MBA, সোস্যাল সায়েন্স প্রভৃতি বিষয়েও শিক্ষার্থীদের পড়ার সুযোগ থাকছে এই বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা যে যার পছন্দের বিষয় নিয়ে তাদের পড়াশুনা করার সুযোগ পাবে এখানে এমন কথা জানাচ্ছে খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা -খাওয়ার বন্দোবস্ত রাখছে। এদিকে বিধায়কদের একাংশের প্রশ্ন যদি কোনও বিধায়ক অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি করে দেওয়ার পরিবর্তে টাকা নেন তাহলে তা প্রতারিত শিক্ষার্থী কী করে প্রমাণ করবে ? এই প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ বিশদে ব্যাখ্যা করে বললেন,”রাজ্যে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিল পাস হয়েছিল সেখানে বলা হয়েছিল যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি অন্তত ২০ থেকে ৩০ শতাংশ ছাত্রছাত্রীকে বিনা খরচায় পড়াশোনা করাবেন। কোনও বিধায়ক যদি ছাত্রছাত্রীদের সুযোগ করে দেওয়ার নামে টাকা চান যা ব্যবস্থাপনা করা রয়েছে তাতেই ধরা পড়ে যাবেন। যিনি টাকা দিচ্ছেন তিনি যেমন দোষী হবেন যিনি টাকা নিচ্ছেন তাকেও একই দোষে দোষী হতে হবে। এর কোনও ছাড় নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!