এখন পড়ছেন
হোম > খেলা > ইনভেস্টর পেয়ে মোহন-ইস্ট ISL-এ! পুরোনো কর্তাদের জন্য মহমেডান অথৈ জলে? বাড়ছে সমর্থকদের ক্ষোভ

ইনভেস্টর পেয়ে মোহন-ইস্ট ISL-এ! পুরোনো কর্তাদের জন্য মহমেডান অথৈ জলে? বাড়ছে সমর্থকদের ক্ষোভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- একদিকে যেখানে আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন সকলে, সেখানে নতুন করে সমস্যার শুরু হয়েছে ফুটবলেরই আরো একটি পুরনো দল মোহামেডানকে নিয়ে। জানা যায়, মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মত মহামেডানেও নতুন ইনভেস্টর আসার কথা ছিল। তবে সম্প্রতি সেই ঘটনা ভেস্তে যাওয়ায় বিক্ষোভ দেখা গেছে ক্লাব সমর্থকদের মনে। তবে এই সমস্যার পেছনে আদৌ নতুন ক্লাব কর্তা ওয়াসিম আকরামের ভূমিকা রয়েছে নাকি পুরনো কর্তারাই এর পেছনে কারসাজি করেছেন, সে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অনুরাগীদের মনে।

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন ধরে আইএসএল খেলা নিয়ে ইস্টবেঙ্গলের নানা সমস্যার কথা সামনে এসেছিল। সেখানে শেষ পর্যন্ত ইনভেস্ট পাওয়া গেলেও সময় উত্তীর্ণ হয়ে যাওয়ায় আইএসএলে ইস্টবেঙ্গল হয়তো খেলতে পারবে না এবছর সেই সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। এমন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিসিসিআই কর্তা সৌরভ গাঙ্গুলীর হস্তক্ষেপে সমস্ত বাধা দূর হয়ে যায়। তবে সেই ফাঁড়া এখনও মহামেডানের ওপর থেকে কাটেনি সে কথাই মনে করা হচ্ছে। কারণ জানা গেছে ওয়াসিম আকরাম ক্লাবের নতুন ইনভেস্টরসের খোঁজে সমস্ত প্রচেষ্টা চালিয়ে গেলেও ক্লাবের পুরনো কর্মকর্তারা নাকি তাঁকে সেই কাজে বাধা দিচ্ছেন। আর যার ফলে সমর্থকদের মনে বিক্ষোভ চরমে পৌঁছেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মোহনবাগান ইস্টবেঙ্গলের মতই নিজেদের ইনভেস্টর নিয়ে ওয়াসিম আকরাম বেশ ইতিবাচক মনোভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়। সেই মতো ইনভেস্টির যোগাতে ওয়াসিম আক্রম প্রচেষ্টা চালান। একটি সংস্থার সঙ্গে সেই নিয়ে কথাও নাকি হয়েছিল তাঁর। কিন্তু শেষমেশ সেখানে বাধা দেন ক্লাবের পুরনো কর্মকর্তারা। তাঁর কথায়, পুরনো কর্তাদের দাবি ক্লাবের নতুন ইনভেস্টরস ৪৯ শতাংশ শেয়ার নিয়ে নিলে নাকি ক্লাব বিক্রি হয়ে যাবে। আর সেই নিয়েই প্রথমে দ্বন্দ্ব তৈরি হলেও পরবর্তীকালে নাকি হঠাৎই কোন এক চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই জেরার মুখে পড়তে হয় ওয়াশিম আকরামকে। তাই স্বভাবতই ঘরে-বাইরে এই সমস্যা সামলাতে ইনভেস্টরদের দিক থেকে পিছিয়ে পড়েন তিনি।

তবে পরবর্তীকালে তিনি অভিযোগ করেন ক্লাব যাতে ইনভেস্টরস না পায়, সেই কারণেই পুরনো কর্মকর্তারা চক্রান্ত করে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ এনেছে এবং নিজের ঘনিষ্ঠমহলে ক্লাবের পদ থেকে নাকি ইস্তফা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। তবে এই খবর সামনে আসতেই সমস্যা শুরু হয় অন্য জায়গায়। বিক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। কার্যকরী কমিটির সভা চলাকালিন ক্লাবের প্রায় ৫০০ সমর্থক প্রতিবাদী ব্যানার হাতে করে হাজির হন ক্লাবের সামনে এবং সেখানে উত্তাল হয়ে ওঠে প্রতিবাদী জনতা। অনেকেই পুরনো ক্লাব কর্তাদের পদত্যাগের দাবি তোলেন। তার মধ্যে সবথেকে বেশি বিক্ষোভ দেখান ব্ল্যাক প্যান্থার নামে ক্লাব সমর্থনকারী একটি ফ্যান ক্লাব। এছাড়াও আসলাম, নওশাদরাও প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন বলে জানা যায়। যদিও এই দিনের বৈঠকে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এই ঘটনার পর পুরনো ক্লাব কর্তারা নিজেদের সিদ্ধান্ত বদলান, নাকি ওয়াসিম আকরাম নিজের পদ থেকে ইস্তফা দেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!