এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর তিন অস্ত্রেই কুপোকাত তৃনমূল! জবাব দেওয়ার মত ক্ষমতা দেখাবেন মমতা?

শুভেন্দুর তিন অস্ত্রেই কুপোকাত তৃনমূল! জবাব দেওয়ার মত ক্ষমতা দেখাবেন মমতা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলকে কি করে জব্দ করতে হয়, তা খুব ভালো করেই জানেন শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই বিজেপিকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সহ কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ইন্ডিয়া নামে একটি জোট তৈরি করেছে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বারবার কটাক্ষ করেছে গেরুয়া শিবির। আর এবার দিল্লির মাটি থেকে শুভেন্দু বাবু সেই বিরোধী জোট এবং তৃণমূলকে যে ভাষায় আক্রমণ করলেন, তাতে দিল্লির মাটিতে আন্দোলন করা তৃণমূল নেতারা মুখ লুকোতে ব্যস্ত। তেমনটাই দাবি বিরোধীদের

বলা বাহুল্য, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল এখন দিল্লিতে ধর্না কর্মসূচি করছে। তবে তাদের সেই কর্মসূচি নিয়েও বহু প্রশ্ন রয়েছে। যারা দুর্নীতি করে, তারা হিসেব না দিয়ে কেন এত চেঁচামেচি করছে, সেটা একটা অন্যতম বড় প্রশ্ন। আর এসবের মাঝেই শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তিনটি প্রধান এজেন্ডা রয়েছে বলে দাবি করলেন। তার বক্তব্য, পরিবারবাদ, দুর্নীতি, এবং স্বজন পোষণ এই রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান তিনটি লক্ষ্য। কিন্তু শুভেন্দু অধিকারীর এই কথা নতুন কিছু নয়। এর আগেও পশ্চিমবঙ্গের মাটিতে তিনি বারবার এই বক্তব্য রেখেছেন। তবে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উপস্থিত হয়ে তৃণমূলের যখন আন্দোলন চলছে, তখন তাদের মুখের ওপর শুভেন্দুবাবুর এই জবাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিরোধীদের দাবি, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বুকে এমন একজন বিরোধী দলনেতা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো ভয় পান না। কারণ তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ঘর করে এসেছেন‌। কিভাবে তৃণমূল নেত্রীকে টাইট দিতে হয়, তা শুভেন্দুবাবু ছাড়া আর কেউ ভালোমতো জানেন না। তাই প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল নেত্রীর চিন্তার ভাঁজ প্রতিমুহূর্তে বাড়িয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে তৃণমূল আন্দোলন করে ভেবেছিল, তাদের কার্যসিদ্ধি হবে। তারা দুর্নীতি করবে, আর কেন্দ্রীয় সরকার টাকা দিয়েই যাবে। কিন্তু সেই সব দিন শেষ। দুর্নীতি যে বাংলার মাটিতে হয়েছে, তা স্পষ্ট। তাই কেন্দ্র যে টাকা দিয়েছে, তার হিসেব দিয়েই রাজ্য সরকারকে কেন্দ্রের কাছ থেকে টাকা নিতে হবে বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, পরিবারবাদের কথা বলে তৃণমূলে যে পিসি-ভাইপোরাজ চলছে, তা স্থাপন করতে চাইলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পশ্চিমবঙ্গে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে ভোট ব্যাংকের যে রাজনীতি তৃণমূল সরকার করছে, সেকথাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক। শুধু তাই নয়, দুর্নীতির যে চরম পাহাড় বাংলার মাটিতে তৈরি হয়েছে এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে, তাও সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন শুভেন্দুবাবু। আর বিরোধী দলনেতার এই ত্রিফলা বানে বিদ্ধ হয়ে তৃণমূলের প্রাণ যে ওষ্ঠাগত হওয়ার জোগাড়, তা বুঝতে বাকি নেই রাজনৈতিক সমালোচকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!