এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এ বাংলায় ২২ আসন জেতার নীল-নকশা অমিত শাহকে পাঠালেন দিলীপ ঘোষ

২০১৯ এ বাংলায় ২২ আসন জেতার নীল-নকশা অমিত শাহকে পাঠালেন দিলীপ ঘোষ

রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্টকে বহু পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী হিসাবে উঠে এসেছে গেরুয়া শিবির। আর এবার প্রধান বিরোধী থেকে শাসকের আসনে বসার পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। তার প্রথম ধাপ হিসাবে আগামী বছর হতে চলা লোকসভা নির্বাচনে বাংলার ৪২ টির মধ্যে অন্তত ২২ টি আসন জিতে দেখতে চান দিলীপ ঘোষ-মুকুল রায়রা। প্রবল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে হারিয়ে কাজটা যে সহজ নয় জানেন সবাই, আর তাই একটুও সময় নষ্ট না করে এখন থেকেই লোকসভার প্রস্তুতি শুরু করে দিতে চায় গেরুয়া শিবির আর তাই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি নীল-নকশা পাঠিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে।

বিজেপি সূত্রের খবর, ‘সম্ভাবনাময়’ যে ২২ টি লোকসভা আসনের কথা ভাবা হচ্ছে, তারমধ্যে মোট ১৫৪ টি বিধানসভা আসন আছে। সেই ১৫৪ টি বিধানসভার জন্য ১৫৪ জন নেতা ঠিক করে তাঁদের সেখানে সংগঠন বাড়ানোর জন্য সর্বময় করতে করতে চাইছেন দিলীপবাবুরা। সংগঠনের সঙ্গে সঙ্গেই তিনি দেখবেন প্রচারের দিকটাও। প্রচারে গতি আনা ও সেখানকার মানুষের প্রত্যাশার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তিনি তুলে আনবেন একদম তৃণমূল স্তর থেকে। এরপর ওই ২২ টি লোকসভা আসনে একজন করে পর্যবেক্ষক রাখা হবে, যিনি ওই লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার নেতাদের রিপোর্ট সমন্বয় করে পাঠাবেন রাজ্য নেতৃত্ত্বের কাছে। তার ভিত্তিতেই বোঝা যাবে সেই সব আসনে মানুষ ঠিক কিরকম প্রার্থী চাইছেন, এরফলে জট তাড়াতাড়ি সম্ভব সেই প্রার্থী ঠিক করে তাঁকে পাঠিয়ে দেওয়া হবে সেই লোকসভায় – যিনি এরপরে মাটি কামড়ে পরে থাকবেন সেই এলাকায়। যদিও এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ত্ব কি জানিয়েছে তা এখনো জানা যায় নি, তবে বিজেপির ওই সূত্রের দাবি অমিত শাহ আগামী মাসের প্রথম দিকেই বঙ্গ-সফরে এলে এই পরিকল্পনায় সিলমোহর পরে যেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!