এখন পড়ছেন
হোম > জাতীয় > অটল বিহারী বাজপেয়ির অবস্থা ‘অতি সঙ্কটজনক’-সব কাজ ফেলে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

অটল বিহারী বাজপেয়ির অবস্থা ‘অতি সঙ্কটজনক’-সব কাজ ফেলে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী


অত্যন্ত সঙ্কটজনক শারীরিক অবস্থায় গত ন’ সপ্তাহ ধরে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। গত ১১ জুন কিডনি,হার্ট এবং মূত্রনালির সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ৯৩ বছরের জীবনে একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছে তাঁর। গত ২৪ ঘন্টায় অবস্থার আরো অবনতি হয়েছে তাঁর। আপাতত লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন রণদীপ গুলেরিয়া। উল্লেখ্য গত তিন দশক ধরে পারিবারিক চিকিৎসকের দায়িত্বভার সামলাচ্ছেন তিনি।

এদিকে অটলজির শারীরিক অবস্থার অবনতির কথা শুনে নিজের সব কাজ স্থগিত রেখে দিল্লি ছুটছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং,দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আজ এইময়ে যাওয়ার কর্মসূচি রয়েছে। এদিন সকালেই উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী, বিজেপি সভাপতি অমিত শাহ, মন্ত্রী জেপি নাড্ডা, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন। বিজেপির বর্ষীয়ান নেতার অবস্থা সঙ্কটজনক শুনে গতকালই সন্ধ্যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইমসে যান। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জানা গিয়েছে, বাজপেয়ি হাসপাতালে ভর্তি হওয়ার পর চারবার এইমসে গেলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য,গতকাল সন্ধ্যের পর থেকে বাজপেয়ীর শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো বুলেটিন প্রকাশ করা হয়নি। আজ দুপুরের দিকে বুলেটিন প্রকাশ করার সম্ভাবনা রয়েছে এইমস কর্তৃপক্ষের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

প্রসঙ্গত,দেশের দশম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ১৯৯৬-১৯৯৯ অব্দি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিন বার নির্বাচিত হয়েছেন তিনি। এরপর ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত একটানা প্রধানমন্ত্রীর কুর্সি সামলেছেন। তিনিই প্রথম বিজেপি প্রধানমন্ত্রী হিসাবে পাঁচ বছর পূর্ণ করেন। বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বের শারীরিক অবস্থার ক্রমশ অবনতির জেরে শোকের ছায়া নেমে এসেছে জাতীয় রাজনৈতিকমহলে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতির কামনা করছে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!