অর্থের অভাবে চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই,প্রতিবাদে তৃনমূল রাজ্য January 14, 2018 হঠাৎ করেই ১৫০ কর্মীর চাকরি অনিশ্চিত করল শিলিগুড়ি পৌরসভা।বিনা নোটিসে পৌরসভার বরো অফিসগুলি থেকে মোট ১৫০ জন চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করার নির্দেশ দিয়েছেন মেয়র অশোক ভট্টাচার্য। সিপিএমের এই পুরসভা এলাকায় সাফাই কার্যের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয় কর্মীদের। যদিও পুরসভা সূত্রে দাবি , অর্থের ওভাবেই এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের তরফে অর্থ বরাদ্দ না হওয়ায় ৫টি বোরো থেকে ৩০জন করে সাফাই কর্মী ছাঁটাই করা হয়েছে । যদিও এক ধাক্কায় এত কর্মীর ছাঁটাইয়ে এলাকা পরিষ্কার নিয়ে রীতিমত চিন্তায় পুর-কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে তৃনমূল। তাঁদের অভিযোগ, পুরসভা বিনা নোটিসে এতজন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন । রাজ্য সরকারের তরফে টাকা এলেও তা খরচ করতে পারছেননা মেয়র । ফলে টাকা ফেরত যাচ্ছে রাজকোষে,তবে অর্থ নেই তা কি ভাবে সম্ভব? এই প্রশ্নও তুলেছে তৃনমূল। এ বিষয়ে শিলিগুড়ি পুরসভার মেয়রের দাবি, এলাকায় ডেঙ্গু প্রতিরোধের জন্যে রাজ্য সরকার ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেন। সেই টাকায় চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয় ১৫০ জন সাফাই কর্মী । সেই কাজ শেষ হয়ে যায়। এরপর আর কোনো অর্থ রাজ্য সরকার তরফে বরাদ্দ হয়নি ফলত অর্থের যোগান না থাকায় কর্মীদের ছাঁটাই করা হয়েছে। আপনার মতামত জানান -