এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ‘আদি এবং প্রকৃত তৃণমূলকর্মীরা এখন আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই’

‘আদি এবং প্রকৃত তৃণমূলকর্মীরা এখন আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই’

আদি এবং প্রকৃত তৃণমূলকর্মীরা এখন আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই এমনই বিস্ফোরক দাবি বারুইপুর বিজেপির স্থানীয় নেতৃত্ত্বের। তাঁদের দাবি, গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে সামিল হতে চাইছেন, এই রাজ্যের মানুষও তার ব্যতিক্রম নয়। তাঁদের আরো দাবি, কিছুদিন আগেই দলের উপর একরাশ ক্ষোভ দেখিয়ে স্থানীয় স্তরে প্রায় ৪০ জন তৃণমূল-নেতা কর্মী বিজেপিতে যোগ দেন। শুধু তৃণমূল কংগ্রেস থেকেই নয়, সেদিন বিজেপিতে শতাধিক বাম নেতাকর্মীও যোগ দেন বলে তাঁদের দাবি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এরফলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট স্থানীয়স্তরে বড় ধাক্কা খেলো বলেও তাঁদের দাবি। আগামীদিনে আরও স্থানীয় তৃণমূল বা বাম নেতাকর্মী বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে আছেন, রাজ্যনেতৃত্ত্বের সবুজ সংকেত পেলেই সেই যোগদান করানো হবে বলেও দাবি জানান তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!