এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশ জুড়ে বাড়ছে করোনার থাবা, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু

দেশ জুড়ে বাড়ছে করোনার থাবা, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণব্যাধি করোনাকে। গতকাল সোমবার দেশের ১ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৯৭ হাজার মানুষ। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হলেন ৫০ হাজার মানুষ। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে প্রায় ৪৫০ জন মানুষের।

গতকাল সোমবার লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত হলেও গত ২৪ ঘন্টায় কিছুটা স্বস্তি মিলেছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৯৮২ জন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৫০ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু ঘটেছে ৪৪৬ জন মানুষের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রেও করোনার সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমিত হয়েছেন ৪৭,২৮৮ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা মুক্ত হয়েছেন ২৬ হাজার ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় মৃত্যু ঘটেছে মোট ১৫৫ জনের।

মহারাষ্ট্র ছাড়া সংক্রমণ বাড়ছে দিল্লি, পাঞ্জাব, ছত্রিশগড়, তামিলনাড়ু, কর্নাটকে। পৃথিবীর করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারত। সংক্রমণ আরো ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে বলে, আশঙ্কা করছেন একাধিক বিশেষজ্ঞ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!