এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > শূন্য হওয়াতেই কি জ্যোতি বসুর জন্মদিন পালনে আমন্ত্রিত নয় বামেরা? বাড়ছে ক্ষোভ!

শূন্য হওয়াতেই কি জ্যোতি বসুর জন্মদিন পালনে আমন্ত্রিত নয় বামেরা? বাড়ছে ক্ষোভ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ 8 জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর 108 তম জন্মদিবস। অতীতে রাজ্য বিধানসভায় সেই জ্যোতিবাবুর প্রতি শ্রদ্ধা জানানো থেকে বিরত থাকেননি বামেরা। কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এই প্রথম রাজ্য বিধানসভায় তাদের একটিও প্রতিনিধি নেই। 2021 এর বিধানসভা নির্বাচনে বৃহত্তর জোট করেও কোনো লাভ করতে পারেনি বামেরা। বর্তমানে রাজ্য বিধানসভায় একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি।

তবে বিধানসভায় বামেরা শুন্য হয়ে গেলেও, তাদের প্রয়াত নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিন পালন হলেও, এবার সেখানে আমন্ত্রণ পাননি বামফ্রন্টের কোনো নেতৃত্ব। যার কারণে দলীয় স্তরে ক্ষোভ বাসা বাধতে শুরু করেছে। বামেদের একাংশের অভিযোগ, শুধুমাত্র শূন্য হয়ে যাওয়ার কারণেই কি তাদেরকে এভাবে এড়িয়ে বিধানসভায় জ্যোতিবাবুর জন্মদিন পালন করার বিষয়টিকে ঢাকতে চাইছে তৃণমূল সরকার?

জানা গিয়েছে, প্রতিবারের মতো হয়তো এবারেও সরকারিভাবে বিধানসভায় থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান সম্পন্ন হবে। কিন্তু প্রতিবার সেখানে বামেদের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। কিন্তু এবার বিধানসভায় বামেরা শূন্য। তাই সেভাবে বিধানসভার পক্ষ থেকে তাদের কোনো প্রতিনিধিকে সেখানে ডাকা হয়নি। আর এটাই ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে বাম নেতৃত্বের কাছে। তাদের অভিযোগ, বিধানসভায় কোনো প্রতিনিধি না থাকলেই কি কোনো একটি রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হবে না? এটাই কি গণতন্ত্র?

তাদের দলের নেতা ছিলেন জ্যোতি বসু। তিনি পরবর্তীতে প্রবাদ প্রতীম নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। কিন্তু তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানোর থেকে কেন বঞ্চিত থাকবে বামেরা? কেন বিধানসভার পক্ষ থেকে জ্যোতিবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করা বা শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য তাদের কাউকে আমন্ত্রণ জানানো হল না? ইতিমধ্যেই এই গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বামেদের অন্দরমহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই বিষয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বামেদের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী। এদিন তিনি বলেন, “বিধানসভায় আমাদের ডাকা হয়নি। তবে বাইরে নানা কর্মসূচিতে জ্যোতি বসুর জন্মদিবস উদযাপন করা হবে।” অর্থাৎ বামেরাও এক্ষেত্রে সুকৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে। বিধানসভাতে জ্যোতিবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য তাদের ডাকা না হলেও, তারা যে শ্রদ্ধা জ্ঞাপন থেকে পিছিয়ে থাকবে না, তা বুঝিয়ে দিয়েছে বামফ্রন্ট। একাংশ বলছেন, এমনিতেই বামেরা শূন্য হয়ে গিয়েছে। তাই জ্যোতিবাবুকে হাতিয়ার করে এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। আর সেই কারণেই বিধানসভাতে সরকারের পক্ষ থেকে তাদেরকে জ্যোতিবাবুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার পর্বতে দেখা না হলে একদিকে যেমন সরকারকে আক্রমণ করতে শুরু করেছে বামফ্রন্ট, ঠিক তেমনই বাইরে কর্মসূচি পালনের মধ্য দিয়ে জ্যোতিবাবুর প্রতি যে তাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, তা প্রমাণ করার কৌশল নিল কাস্তে হাতুড়ি শিবির।

অনেকে আবার বলতে শুরু করেছেন, জ্যোতিবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য বিধানসভাতে তাদের আমন্ত্রণ না জানিয়ে ভালোই করা হয়েছে। কেননা এক্ষেত্রে শূন্য প্রতিনিধি থাকা বিধানসভায় যদি বামেদের আমন্ত্রণ জানানো হত, তাহলে অনেকেই প্রেস্টিজের খাতিরে সেখানে উপস্থিত হতেন না। যা তাদের কাছে আরও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াত। তাই সেদিক থেকে বিধানসভায় তাদের আমন্ত্রণ না জানানোয় তারা একদিকে যেমন সরকারপক্ষকে কটাক্ষ করতে পারছে, ঠিক তেমনই বাইরে জ্যোতিবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের সক্রিয় থাকার বার্তা দিতে পারছে আলিমুদ্দিন স্ট্রিট বলেই দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!