এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃতীয় দফার নির্বাচনের আগেই বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে অশান্তি অব্যাহত, অভিযোগ তৃণমূলের দিকে

তৃতীয় দফার নির্বাচনের আগেই বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে অশান্তি অব্যাহত, অভিযোগ তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে চলছে তৃতীয় দফার বিধানসভা নির্বাচন। টানটান উত্তেজনার আবহ রাজ্যজুড়ে। কিন্তু তার মধ্যে উত্তেজনার পারদ কয়েকগুণ বেড়ে উঠলো রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে। এবারের নির্বাচনে রাজনৈতিক হিংসাকে আটকাতে এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে মরিয়া নির্বাচন কমিশন। কিন্তু কমিশনের চিন্তাভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রমাগত রাজ্যের একের পর এক জায়গা থেকে রাজনৈতিক হিংসার ঘটনা উঠে আসছে। এবারের ঘটনা হুগলির গোঘাট। জানা গিয়েছে, এক বিজেপি মহিলা কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে চারজনকে আটক করেছে পুলিশ তার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্রের খবর, হুগলির বদনগঞ্জের বাসিন্দা মাধবী আদক দীর্ঘদিন ধরেই এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। শুধু তিনি নন, তাঁর পরিবারের সবাই বিজেপি করেন। অভিযোগ উঠেছে, তৃণমূল প্রার্থী মানস মজুমদারের দিকে। এলাকার গেরুয়া  নেতা কর্মীরা অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। সোমবার গভীর রাতে বিজেপি কর্মী মাধবী আদকের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। ব্যাপক মারধর করা হয় মাধবী দেবীর ছেলেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সময় ছেলেকে বাঁচাতে গেলে আঘাত এসে পড়ে তাঁর উপর। মারধরের চোটে রাতেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালেও উত্তেজনা অব্যাহত। স্থানীয় মানুষরা অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছে। তবে ইতিমধ্যেই পুলিশ তিন জনকে আটক করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় যোগাযোগ থাকার কথা পুরোপুরি অস্বীকার করা হয়েছে। ঘটনার পর্যাপ্ত তদন্তের দাবি তুলেছেন তাঁরাও।

দ্বিতীয় দফার নির্বাচনের আগেও প্রাণ গিয়েছিল এক বিজেপি কর্মীর। খুনের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তবে সেই মৃত্যু স্বাভাবিক বলেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। আজ রাজ্যজুড়ে 31 টি আসনে নির্বাচন চলছে। যার মধ্যে হুগলির 8 টি আসনে ভোট রয়েছে। ইতিমধ্যে বিক্ষিপ্ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। একাধিক জায়গায় ইভিএমের গন্ডগোলের খবর সামনে এসেছে। তবে ভোটের মুখে এই মৃত্যু ঘিরে যে রাজনৈতিক তরজা বহুগুণে বাড়বে সে কথা অনস্বীকার্য। আপাতত এই হত্যা নিয়ে এলাকার উত্তেজনা অব্যাহত, রয়েছে পুলিশি টহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!