এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার ঝাড়খন্ড সফরকে ” কুনজর” বলে জোর কটাক্ষ দিলীপ ঘোষের, জেনে নিন বিস্তারিত

মমতার ঝাড়খন্ড সফরকে ” কুনজর” বলে জোর কটাক্ষ দিলীপ ঘোষের, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। যেখানে বিজেপিকে পর্যুদস্ত করে জয়লাভ করেছে কংগ্রেস-জেএমএম জোট। আর বাংলার পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ডে বিজেপি সরকার থেকে বিদায় নেওয়ায় প্রথম থেকেই উচ্ছ্বসিত হতে দেখা গেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের সময় থেকেই বিজেপিকে কুপোকাত করতে সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা সত্ত্বেও লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতায় বসেছে ভারতীয় জনতা পার্টি। তবে লোকসভার রেশ কাটতে না কাটতেই একের পর এক অনুষ্ঠিত হওয়া বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির শোচনীয় পরাজয় রীতিমতো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অক্সিজেনকে বাড়িয়ে দিচ্ছে বলেই মত একাংশের।

আর ঝাড়খন্ডে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হওয়ার পরই এখানকার সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর আমন্ত্রণ পাওয়ার সাথে সাথেই সেখানে যাওয়ার ব্যাপারে সবুজসংকেত দিয়েছেন তিনি। যার জেরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়খন্ডে যাওয়া নিয়ে তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে দীলিপবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কুনজর ঝাড়খন্ডে পড়লে সেই সরকারেরও কর্নাটকের মতই অবস্থা হবে। কি কুক্ষণে যে কর্নাটকে স্বপথে বাপ-বেটা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন!” আর দিলীপ ঘোষের এহেন মন্তব্যকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলে তৈরি হয়েছে সোরগোল পরিস্থিতি।

একাংশ বলছেন, এর আগে বিরোধী জোটের সুতোগুলো এক করবার জন্য কর্নাটকে এইচডি কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিরোধী জোটের এই সরকার বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি। 14 মাসের মধ্যেই সেই সরকার ভেঙে গিয়েছে। কিন্তু এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খন্ডে বিরোধী জোটের সরকারের শপথ নেওয়াতে উপস্থিত থাকায় তাকে পরোক্ষে আক্রমণ করেই কোণঠাসা করার চেষ্টা করলেন দিলীপ ঘোষ।

যা নিঃসন্দেহে বিজেপি বিরোধী জোটের মমতা বন্দ্যোপাধ্যায়ের অপ্রাসঙ্গিকতাকেই তুলে ধরতে চাইলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে “কুশাত” বলে দিলীপ খুব সরব হলেও বিরোধী জোটের অন্যান্য নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একইভাবে সমাদর করেন কিনা! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!