এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বেসরকারি সংস্থার নাম করে টাকা তোলার অভিযোগ! প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক!

বেসরকারি সংস্থার নাম করে টাকা তোলার অভিযোগ! প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর নিয়ে সংঘাতে জড়িয়ে পড়লেন শাসকদলের প্রাক্তন বিধায়ক এবং বিরোধী দলের বর্তমান বিধায়ক। মূলত একসময় কোচবিহার জেলার দুই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন উদয়ন গুহ এবং মিহির গোস্বামী। তবে বিধানসভা নির্বাচনের আগে মিহির গোস্বামী তৃনমূল কংগ্রেস ছেড়ে যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। এমনকি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে পরাজিত করে বিজেপির টিকিটে জয়লাভ করেন তিনি।

অন্যদিকে দিনহাটা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইয়ে পরাজিত হতে হয়েছে তৃণমূলের উদয়ন গুহকে। আর এবার সেই উদয়ন গুহ বেসরকারি সংস্থার নাম করে দিনহাটা হাসপাতালের উন্নয়নের জন্য টাকা নিচ্ছেন বলে অভিযোগ তুলে সরব হলেন নাটাবাড়ি বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। যদিও বা বিজেপি বিধায়কের এই অভিযোগের কোনো সারবত্তা নেই বলে পাল্টা দাবি করতে দেখা গেছে উদয়নবাবুকে। স্বাভাবিকভাবেই তৃণমূল বনাম বিজেপি নেতার এই দ্বৈরথকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহার জেলার রাজনীতি।

সূত্রের খবর, এদিন একটি বিস্ফোরক অভিযোগ করেছেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। যেখানে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কি এতই করুন অবস্থা যে, বেসরকারি উদ্যোগে সরকারি কাজ করতে হচ্ছে! আর সেটা করছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সাধারণ মানুষের থেকে অর্থ তুলে নিজে আত্মসাৎ করছেন না তো? মুখ্যমন্ত্রী কি এই সমস্ত কাজের বিষয়ে অবগত আছেন? স্বাস্থ্যব্যবস্থা নিয়ে ব্যবসা চলছে। এই ঘটনার তদন্ত করতে হবে। বিধানসভাতেও আমি এই বিষয় তুলে ধরব।” অর্থাৎ দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহর দিকেই এই অভিযোগ তুলে সরব হয়েছেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক। যদিও বা উদয়নবাবুর তোলা সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মিহির গোস্বামী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “বাম জমানায় দিনহাটায় প্রচুর লোডশেডিং হত। দিনহাটা হাসপাতাল রোগীদের যাতে সমস্যা না হয়, তার জন্য কমল গুহ ব্যক্তিগত খরচে দিনের-পর-দিন জেনারেটর দিতেন। মানুষের ভালো হয়, এমন কাজ করতে দেখলেই এই ভদ্রলোকের গাত্রদাহ হয়। ওনাকে দিনহাটা নিয়ে না ভাবলেও চলবে। সমস্ত পয়সার হিসেব ছাপিয়ে দিনহাটার মানুষকে আমরা দিয়ে দেব।” অর্থাৎ একসময় দলের সতীর্থ মিহিরবাবু এখন প্রতিপক্ষ টিমের বিধায়ক হয়ে যেভাবে উদয়নবাবুকে আক্রমণ করলেন, তাতে উদয়নবাবুর পক্ষ থেকে ধেয়ে এল পাল্টা আক্রমণ। যাকে কেন্দ্র করে শাসক-বিরোধী দুই নেতার এই তরজা দেখে রীতিমতো হতবাক কোচবিহার জেলার মানুষ।

অনেকে বলতে শুরু করেছেন, বিধানসভার ভেতরে বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে একসাথে সোচ্চার হতে দেখা যাচ্ছে একসময় তৃণমূল কংগ্রেসের নেতা মিহির গোস্বামীকে। বিধানসভা নির্বাচনের আগে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। এমনকি বিজেপির টিকিটে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে পরাজিত করে বিধায়ক হয়েছেন এই মিহিরবাবু। আর এবার সেই বিজেপি বিধায়ক তৃণমূলের প্রাক্তন বিধায়কের সংস্থা নিয়ে প্রশ্ন তুলে কার্যত তৃণমূল কংগ্রেস এবং উদয়ন গুহকে ব্যাপক চাপের মুখে ফেলে দিলেন। যাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর নিয়েও প্রশ্ন তৈরি হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!