এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজই বিজেপিতে যোগ দিচ্ছেন এই তৃণমূল বিধায়ক! জোর জল্পনা

আজই বিজেপিতে যোগ দিচ্ছেন এই তৃণমূল বিধায়ক! জোর জল্পনা

সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সঙ্গী হিসেবে পরিচিত শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু শোভন এবং বৈশাখী শিবির বদল করলেও তার অনেক আগে থেকেই যে ব্যক্তির বিজেপিতে যোগ নিয়ে সব থেকে বেশি জল্পনা চলছে, তার নাম হল বিধাননগর পৌরসভার সদ্য প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত।

কেননা পৌরসভার মেয়র থাকার সময় সব্যসাচী দত্ত একাধিকবার প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেছেন। তারপর একাধিক সময়ে একাধিক দল বিরোধী মন্তব্য করে সব্যসাচী দত্ত তৃণমূলকে চরম বিপাকে ফেলে দিয়েছিলেন। তবুও তৃণমূল তার সাথে সম্পর্ক ছিন্ন করেনি।

পরবর্তীতে তাকে মেয়র পদ থেকে সরিয়ে দিতে তৃণমূল কাউন্সিলররা অনাস্থা আনলেও তার আগেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দেন সেই সব্যসাচী দত্ত। তারপরেই জল্পনা তৈরি হয়, তাহলে কি এবার অবশেষে দাদা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন সব্যসাচীবাবু?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের পর এমন জল্পনাই উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। কিছু রাজনৈতিক মহল এই ব্যাপারে যাই বলুন না কেন, এই ব্যাপারে ঠিক কি বলছেন তৃণমূল বিধায়ক তথা বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত!

সূত্রের খবর, শুক্রবার দিল্লিতে রওনা দিয়েছেন এই তৃণমূল বিধায়ক। আর সেখানেই দিল্লিতে পাড়ি দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাড়িয়ে দিল্লি যাওয়ার কারন জিজ্ঞেস করতেই সাংবাদিকদের তিনি বলেন, “ব্যবসার কাজে দিল্লিতে যাব। ব্যবসায়িক কারণে বিজেপির কোনো নেতা, মন্ত্রীর সঙ্গে দেখা হতেই পারে। তবে বিজেপি নেতা হিসেবে এখনই কারও সাথে দেখা করার কোনো পরিকল্পনা নেই।”

কিন্তু আজকে যিনি বামের কালকে তিনি রামের হয়ে যায়। নচিকেতা এমনই গান লিখে একসময় শোরগোল তুলে দিয়েছিলেন। বাস্তবে অনেকাংশেই তার পরিচয় পাওয়া যাচ্ছে। ফলে সব্যসাচীবাবু ব্যবসার কাজে দিল্লি পাড়ি দিচ্ছেন বলেও আগামীতে তিনি দিল্লি গিয়ে যে পদ্ম শিবিরের পতাকা নিজের গলায় পড়ে নেবেন না, তার গ্যারান্টি দিতে পারছেন না কেউই‌। তাই এখন প্রত্যেকেরই নজর, দিল্লীতে যাওয়া সব্যসাচী দত্তের সমস্ত গতিবিধির দিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!