এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Breaking News,ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী, সমর্থন জানালো শিবসেনা

Breaking News,ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী, সমর্থন জানালো শিবসেনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে আজ গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই ধর্নায় বসার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে, সেনার অনুমতি পাওয়া যায়নি। এ কারণে ধর্ণা মঞ্চ বাঁধতে পারেনি তৃণমূল। ধরনায় বসে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী। টুইট করে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানালো শিবসেনা।

প্রসঙ্গত, গান্ধী মূর্তির সামনের এই এলাকাটি সেনাবাহিনীর অধীনস্থ হওয়ায় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কাছে ধরনায় বসার অনুমতি চাওয়া হয়েছিল। সেইসঙ্গে, লালবাজারের অনুমতিও চাওয়া হয়েছিল। তবে, সেনার অনুমতি আসেনি। এ কারণে ধর্ণা মঞ্চ বাধা সম্ভব হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ সকাল সাড়ে এগারোটার সময় মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। এসেছেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূলের বহু নেতা- কর্মী-সমর্থক এখানে এসেছেন। তবে, নিরাপত্তার কারণে তাঁদের কিছুটা দূরে সরিয়ে রেখেছে পুলিশ। তৃণমূলের কাউকেই দলের পতাকা, ব্যানার নিতে দেখা যায়নি। ধরনায় বসে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দূরে দাঁড়িয়ে রইলেন রাজনৈতিক কর্তাব্যক্তিরা। সংবাদমাধ্যমকেও একেবারে সামনে যাবার অনুমতি দেয়া হয়নি।

আজ টুইট করে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানালেন শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউত। টুইট করে তিনি লিখেছেন যে, নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছে। এটা পরিষ্কার যে, বিজেপির অঙ্গুলিহেলনে এই কাজ করা হয়েছে। এটি ভারতীয় গণতন্ত্র, স্বাধীন স্বতন্ত্র সংগঠনগুলির সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ। তিনি জানালেন, শিবসেনা বাংলার বাঘিনীর পাশেই আছে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!