এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বিজেপির হেভিওয়েট প্রার্থীকেও পড়তে হল কমিশনের কড়া শাস্তির মুখে, তীব্র চাঞ্চল্য গেরুয়া শিবিরে

এবার বিজেপির হেভিওয়েট প্রার্থীকেও পড়তে হল কমিশনের কড়া শাস্তির মুখে, তীব্র চাঞ্চল্য গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চতুর্থদফার নির্বাচনে এবারের নির্বাচনে এখনো পর্যন্ত সবথেকে বেশী রক্ত ঝড়তে দেখা গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। শীতলকুচিতে চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারায় চারজন। আর তাই নিয়েই শুরু হয়েছিল রাজ্যজুড়ে রাজনৈতিক ঝড়। দোষারোপ, পাল্টা দোষারোপের রাজনীতি হয়েছে। অন্যদিকে গতকাল মমতা ব্যানার্জিকে শীতলকুচির ঘটনায় উস্কানিমূলক মন্তব্যের দায়ে চব্বিশ ঘন্টা প্রচারপর্ব থেকে বাদ দিয়েছে কমিশন।

মমতা ব্যানার্জ্জীর পর আজকে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। নির্বাচন কমিশনের কোপে পড়েই চলেছে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব। শীতলকুচি নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জেরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টার জন্য প্রচার থেকে ব্যান করেছে নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে ইতিমধ্যেই যা নিয়ে উঠেছে ঝড়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গান্ধী মূর্তি পাদদেশে কমিশনের নির্দেশের প্রতিবাদে বসেছেন ধর্নায়। গতকাল থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে চলেছিলেন তৃণমূল নেতা, কর্মী, সমর্থকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, শীতলকুচির ঘটনার জেরে যদি মমতা ব্যানার্জ্জীকে শাস্তি পেতে হয়, তাহলে তো একই শাস্তি প্রাপ্য বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার। শীতলকুচির ঘটনার পর যেভাবে সাম্প্রদায়িক মন্তব্য করে গেছেন একনাগাড়ে দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং সায়ন্তন বসু তাঁদের বিরুদ্ধে কি শাস্তি ঘোষণা করবে নির্বাচন কমিশন তা নিয়ে বলতে শুরু করে দিয়েছিল প্রায় সবাই।

অবশেষে, আজকে দুপুর 12 টা থেকে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহার জন্য শাস্তি ঘোষণা করল নির্বাচন কমিশন। এদিন বেলা 12 টা থেকে আগামী 48 ঘন্টা নির্বাচনী প্রচারে যোগ দিতে পারবেন না বিজেপির হেভিওয়েট প্রার্থী রাহুল সিনহা। নির্বাচনের আগে রাহুল সিনহার প্রচারে একপ্রকার দাঁড়ি দিয়ে দিল কমিশন। তবে রাহুল সিনহার পাশাপাশি একই ধরনের মন্তব্য করেছিলেন সায়ন্তন বসু এবং দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন তাঁদের জন্য কি শাস্তি ঘোষণা করবেন, এখন সে দিকেই নজর রয়েছে রাজ্যের ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!