এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > Big Breaking,শীতলকুচির গুলি কাণ্ডে মন্তব্যের জের, এবার সমন পেলেন দিলীপ ঘোষ

Big Breaking,শীতলকুচির গুলি কাণ্ডে মন্তব্যের জের, এবার সমন পেলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিতর্কিত বক্তব্য রাখার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল কঠোর পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আজ পদক্ষেপ নিয়েছে বিজেপি নেতা রাহুল সিনহার বিরুদ্ধে। এবার কমিশনের সমন পেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে তাঁকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল সকাল দশটার মধ্যে তাঁকে জবাবদিহি করার নির্দেশ দেয়া হয়েছে।

শীতলকুচির গুলি কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ১০ টার মধ্যে তাঁকে জবাবদিহি করার নির্দেশ দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে একতরফা ব্যবস্থা গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সম্প্রতি বহরমপুরে দলের প্রচারে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কমিশনের নোটিশ প্রসঙ্গে তিনি জানালেন, এই নোটিশ এখনও তাঁর হাতে এসে পৌঁছায়নি। নোটিশ দেখার পর এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন তিনি।

প্রসঙ্গত, গত রবিবার বরানগরে বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্রর হয়ে প্রচারে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তিনি জানিয়েছিলেন,”বাংলায় দুষ্টু ছেলে আর থাকবে না। কেউ যদি বাধা দেয় শুনবেন না। কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” এরপর আজ তাঁকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!