এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলে কেন যোগ দিয়েছেন, তৃণমূলের উত্থান নয়, কারণ অন্য, পরিষ্কার জানালেন মৌসম

তৃণমূলে কেন যোগ দিয়েছেন, তৃণমূলের উত্থান নয়, কারণ অন্য, পরিষ্কার জানালেন মৌসম


গতকাল নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে শুভেন্দু অধিকারীর হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন মৌসম নূর। তৃণমূলে এসে এই আশ্বাসও পেয়েছেন যে, তাঁর পছন্দের মালদহ উত্তর কেন্দ্র থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কিন্তু গনি খানের ভাগ্নি হয়ে কংগ্রেস ছেড়ে কেন তৃণমূলে এলেন তিনি। এই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে। সদ্য ত্যাগ করা দলীয় নেতৃত্বরা জানিয়েছেন যে, মৌসম বিশ্বাসঘাতক, তিনি পদের লোভে,তৃণমূলে গেছেন। কিন্তু সব জল্পনা কল্পনার আবাসন ঘটিয়ে তিনি আসল সত্যি উদ্ঘাটন করলেন এদিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি জানান যে, নেত্রীর ওপরে ভরসা ও বিজেপির বিরুদ্ধে সঠিক মঞ্চ থেকে লড়ার জন্যই তিনি দলবদল করেছেন।সাথেই এদিন জানান যে, বিজেপিকে হারাতে একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নেতৃত্বেই লড়ব। বিজেপিকে এতটুকু জমিও ছাড়বেন না বলেও পরিষ্কার জানিয়েছেন মৌসম।

আর তাই তৃণমূল আগামী লোকসভা নির্বাচনে মালদহ জেলায় বিজেপি সহ সমস্ত বিরোধী দলকে শূন্যে নামিয়ে আন্তে মৌসুমের উপরেই ভরসা রেখেছে। তাঁকে তাঁর পছন্দের মালদহ উত্তর কেন্দ্র থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করার কথাও বলেছেন নেত্রী। শুধু তাই নয়, মালদহ ছাড়াও উত্তর দিনাজপুরের প্রচারের দায়িত্ব এমনকি মালদার তৃণমূল সম্পাদকও করা হচ্ছে মৌসম বেনজির নূরকে।

আর এই নিয়েই কংগ্রেসের কটাক্ষ নিজের পদের লোভে নয়, তৃণমূলের ভালো নয়, বিজেপিকে শেষ করাই লক্ষ্য, তাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে মৌসম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!