এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী-শাহের ঘুম উড়িয়ে জোট ছাড়তে চলেছে আরেক শক্তিশালী পুরোনো শরিক?

মোদী-শাহের ঘুম উড়িয়ে জোট ছাড়তে চলেছে আরেক শক্তিশালী পুরোনো শরিক?

একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় নাজেহাল গেরুয়া শিবির। চলতি বছরেই এনডিএ জোট থেকে সদস্য পদ প্রত্যাহার করেছে অন্ধ্রপ্রদেশের টিডিপি দল, মহারাষ্ট্রের শিবসেনা প্রমুখ পুরোনো ও দীর্ঘদিনের জোটসঙ্গী। আর এখন ঐ তালিকায় রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি অন্তর্ভূক্ত হতে পারে এমন সম্ভবনা তৈরী হয়েছে – আর যা নিয়ে রীতিমত ঘুম উড়তে চলেছে গেরুয়া শিবিরের বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে গোয়েলকে জাতীয় গ্রিন ট্রাইবুন্যালের প্রধান হিসাবে নিয়োগ করা হয়। আর এতেই তীব্র আপত্তি ছিলো রামবিলাস পাসোয়ানের দল এলজেপির। এই আপত্তির কারণ হিসেবে এলজেপি দল জানিয়েছিল, বিচারপতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে থাকাকালীন একটি আইনে পরিবর্তন করেন। যে পরিবর্তনের ফলে দেশের তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মানুষদের উপর অত্যচার করা অভিযুক্তদের সাজা হওয়ার সম্ভবনা অনেকটাই কমে যায় এবং অভিযুক্তরা উপযুক্ত বিচারের অভাবে খালাস পেয়ে যায় বা জামিনে মুক্তি পায়।

আর এই কারণেই বিচারপতি এ কে গোয়েলের প্রতি রামবিলাস পাসোওয়ানের দলের একটা অসন্তোষ রয়েছে। এখন বিজেপি যদি জাতীয় গ্রিন ট্রাইবুন্যালের প্রধান হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে গোয়েলের পরিবর্তে অন্য কাউকে মনোনীত না করে তাহলে এলজেপির দলের এনডিএ জোট ছাড়ার ক্ষেত্রে প্রবল সম্ভবনা দেখা দেবে বলে রামবিলাস পাসোয়ানের দলের তরফে জানা গেছে। আর জোট একবার ছাড়লে, বিভিন্ন ইস্যুতে গেরুয়া শিবিরকে কোনঠাসা করার প্রচেষ্টা যে সর্বতভাবে হবে সেকথা বলায় বাহুল্য।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, শীঘ্রই তফশিলি জাতি ও উপজাতির মানুষদের সাথে নিয়ে তাদের হয়ে বিজেপির বিরুদ্ধে এলজেপির পক্ষ থেকে একটি বড়সড় আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। এই প্রসঙ্গে রামবিলাস পাসোয়ানের ছেলে, চিরাগ পাসোয়ান জানিয়েছেন, তাঁরা জোটের মধ্যে থেকেই এই অন্দোলন করবেন। যদিও চিরাগ পাসোয়ানের এই কথায় ভরসা করার মতো কিছু দেখছে গেরুয়া শিবির। কারণ জোটের অন্য শরিক শিবসেনার সাথে মতানৈক্যের শুরুর দিকে তারাও জোট থেকে সরে যাবেনা এমন কথাই জানিয়েছিলো কিন্তু পরবর্তে যা হয়েছে তা কারোরই অজানা নয়।

বিহারের রাজনীতিতে বর্তমান শরিক নীতিশ কুমারের জেডিইউ এমনিতেই উল্টো সুর গেয়ে রেখেছে। সবসময়েই চাপের খেলা চলছে তাদের – অন্যদিকে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লালুপুত্র তেজস্বী যাদব এমনিতেই কঠিন বিরোধী হিসাবে উঠে আসছে ক্রমশ। বিগত উপনির্বাচনগুলিতে রীতিমত ভরাডুবি হয়েছে বিহারে – আর এখন যদি রামবিলাস পাসোয়ানের মত পুরোনো শরিকও জোট ছেড়ে তেজস্বী-কংগ্রেস জোটে ভিরে যায় তাহলে আসন্ন লোকসভায় বিহারের মত বড় রাজ্যে ভরাডুবি হওয়ার সমূহ সম্ভাবনা। আর তাই, সবমিলিয়ে লোকসভা নির্বাচন জট এগিয়ে আসছে, ঘুম উড়ছে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!