এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার নতুন লড়াই শুরুর ইঙ্গিত তৃণমূল ও বিজেপির, সৌজন্যে পিএসসির চেয়্যারম্যান পদ

এবার নতুন লড়াই শুরুর ইঙ্গিত তৃণমূল ও বিজেপির, সৌজন্যে পিএসসির চেয়্যারম্যান পদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের শাসক বিরোধী তরজা যখন তুঙ্গে, ঠিক সে সময় নতুন একটি জল্পনা সামনে এলো। যা থেকে মনে করা হচ্ছে, আগামী দিনে তৃণমূল বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব অন্য মাত্রায় উত্তীর্ণ হতে পারে। প্রসঙ্গত সমস্যা তৈরি হয়েছে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে।

এতদিন পর্যন্ত এই চেয়ারম্যান পদে বিরোধী দলের কাউকে বসানো হতো। কিন্তু এবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সেক্ষেত্রে রাজ্যের শাসক দল বিজেপিকে এই পদটি ছাড়বে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। যদিও সূত্রের খবর, এই চেয়ারম্যান পদটি নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির এক দফা আলোচনা হয়ে গিয়েছে।

এবং সেই আলোচনায় স্থির হয়েছিল বরাবরের নিয়ম অনুযায়ী পিএসসির চেয়ারম্যান পদটি বিরোধীদলকেই দেওয়া হবে। কিন্তু বৈঠকে আলোচনা হয়ে গেলেও পরবর্তীতে এই সমীকরণ বদলে যাবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর তাই রাজ্য রাজনীতিতে প্রবল শোরগোল। তৃণমূল পরিষদীয় দলের একাংশ জানাচ্ছেন, এবার হয়তো নিয়মবিরুদ্ধভাবে তৃণমূল এই পদটি নিজেদের কাছেই রাখতে পারে।

যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বিশেষ কিছুই বলতে রাজি হননি। তবে তিনি এই সিদ্ধান্তের ভার চাপিয়েছেন রাজ্যের বিধানসভার স্পিকারের ওপর। প্রসঙ্গত, আইন অনুযায়ী রাজ্যের পিএসসির চেয়ারম্যান পদ কে পাবেন তা কিন্তু ঠিক করেন বিধানসভার স্পিকার।

তবে বিরোধী দলকে তিনি নাও দিতে পারেন এই পদটি। সেক্ষেত্রে বিরোধী দলের কিছু বলার নেই। রাজ্যের পরিষদীয় গণতন্ত্রে শাসক ও বিরোধীপক্ষের পরিষদীয় দলের আলোচনার ভিত্তিতে পিএসসির চেয়ারম্যান পদটি বরাবরই বিরোধীপক্ষকে দিয়ে আসা হয়েছে। ঠিক যেভাবে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি দেওয়া হয়েছে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীকে।

তবে তৃণমূল যদি বিজেপিকে বঞ্চিত করে, তাহলে আইনগতভাবে বিজেপির পক্ষে কিছু বলার নেই। 2016 সালের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেস বিধায়ক মানুষ ভূঁইয়াকে পিএসসি চেয়ারম্যান পদে বসিয়েছিলেন। যদিও বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের পক্ষ থেকে সুজন চক্রবর্তীর নাম প্রস্তাব আকারে পেশ করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার প্রশ্ন উঠেছে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক লড়াই যে আঙ্গিকে গড়ে উঠেছে, তাতে পিএসসি চেয়ারম্যান পদটি কি আদৌ বিজেপির কোন বিধায়কের হাতে ছাড়া হবে? অন্যদিকে বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা এ প্রসঙ্গে জানিয়েছেন, এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেবেন। প্রসঙ্গত জানা গিয়েছে, বিধানসভার মোট 41 টি কমিটির মধ্যে অন্তত 14 টি কমিটির চেয়ারম্যান পদের জন্য ইতিমধ্যেই আবেদন করেছে বিজেপি।

দুই পক্ষের আলোচনায় দশটি কমিটির চেয়ারম্যান পদের জন্য বিজেপিকে মনোনীত করা হয়েছিল, যার মধ্যে পিএসসি অন্যতম। সেক্ষেত্রে যদি পিএসসির চেয়ারম্যান পদ বিজেপিকে না দেওয়া হয় তাহলে বাকিগুলো নিয়েও সন্দেহ থেকে যায়। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, এই পিএসসির চেয়ারম্যান পদ নিয়ে এবার নতুন বিতর্ক শুরু হতে চলেছে রাজনৈতিক মহলে। পাশাপাশি চাপানউতোর তুঙ্গে উঠবে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিরোধী বিজেপির মধ্যে বলে নিশ্চিত ওয়াকিবহাল মহল। তবে সমস্ত সমস্যার সমাধান করবেন বিধানসভার স্পিকার বিমান মুখোপাধ্যায়। তাই তাঁর সিদ্ধান্তের ওপরই এখন সবার নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!