এখন পড়ছেন
হোম > রাজ্য > কোচবিহারের তৃণমূল ছাত্র নেতা খুনের দায়ে দলীয় নেতাকেই জঙ্গলের গোপন ডেরা থেকে উদ্ধার

কোচবিহারের তৃণমূল ছাত্র নেতা খুনের দায়ে দলীয় নেতাকেই জঙ্গলের গোপন ডেরা থেকে উদ্ধার

দীর্ঘদিনের প্রচেষ্টা। অবশেষে তৃণমূল ছাত্র পরিষদ নেতা কোচবিহারের মাজিদ আনসারি খুনে এবার সাফল্য পেল পুলিশ প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 13 ই জুলাই কোচবিহার স্টেশন চৌপথি সংলগ্ন রাস্তায় গুলি করে খুন করা হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা মাজিদ আনসারিকে।

আর তার পরেই অভিযোগ ওঠে যে, এই মাজিদকে খুন করেছে দলেরই অপর একটি গোষ্ঠী। আর যার মূলে রয়েছেন অভিজিৎ বর্মন। কিন্তু এই মাজিদ আনসারি খুনে অন্যান্য দুষ্কৃতীদের গ্রেফতার করলেও অনেকদিন ধরেই সেই অভিজিৎ বর্মনকে গ্রেপ্তার করতে কার্যত অপারগ ছিল পুলিশ। তবে শেষ পর্যন্ত মোবাইলের সূত্র ধরে সেই অভিজিৎ বর্মনকে গত শনিবার রাতে কুমারগ্রামের জঙ্গলঘেরা ডেরা থেকে গ্রেফতার করল তারা।

জানা গেছে, এই মাজিদ আনসারি খুনের পর থেকেই বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল অভিজিৎ বর্মন। কখনো নেপাল তো কখনো ভুটানে পালিয়ে বেড়াত সে। এমনকি মোবাইল এর সূত্র ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এই আশঙ্কায় একাধিক সিম কার্ড ব্যবহার করত এই ধৃত অভিজিৎ বর্মন।

পুলিশ সূত্রের খবর, সম্প্রতি এই অভিজিৎ তার কিছু ছবি তুলে তারই ঘনিষ্ঠ ব্যক্তিদের পাঠায়। আর এরপরই তদন্তকারী পুলিশরা তার গতিবিধির ওপর নজর রাখতে শুরু করে। অবশেষে গত শনিবার কুমারগ্রামের একটি চা বাগান ও জঙ্গল এলাকার পাকরিগুড়ি বস্তির কাঠের বাড়ি থেকে সেই অভিজিৎ বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। আর ছাত্র খুনে এই মূল পান্ডাকে গ্রেপ্তারের পরই জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে হোয়াটসঅ্যাপে সে কথা জানান কোতোয়ালি থানার আইসি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে তাকে ফাঁসানো হয়েছে বলে এ দিন বারে বারে দাবি করেন সেই ধৃত অভিজিৎ বর্মন। সব মিলিয়ে দীর্ঘ জটিলতার পর অবশেষে কোচবিহারের তৃণমূল ছাত্র পরিষদ নেতা খুনে এবার মূল পান্ডাকে গ্রেপ্তার করে অনেকটাই স্বস্তিতে জেলা পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!