এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ত্রাণ-রেশন না মেলায় অগ্নিগর্ভ বাদুড়িয়া, বসিরহাট! জনতা-পুলিশ খন্ডযুদ্ধে ঝরল রক্ত

ত্রাণ-রেশন না মেলায় অগ্নিগর্ভ বাদুড়িয়া, বসিরহাট! জনতা-পুলিশ খন্ডযুদ্ধে ঝরল রক্ত


পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে ত্রাণ বন্টন ব্যবস্থা ঘিরে। বর্তমানে করোনা পরিস্থিতি এড়াতে রাজ্যজুড়ে চলছে লকডাউন। মানুষ এই অবস্থায় হয়েছে গৃহবন্দী, রোজগার বন্ধ, পেটে পড়ছে টান। এই অবস্থায় সব থেকে বিপদে পড়েছেন দিন আনা দিন খাওয়া গরীব মানুষগুলি। অন্যদিকে এই মানুষগুলির স্বার্থে কেন্দ্র এবং রাজ্য উভয়েই ত্রাণের ব্যবস্থা করেছে বলে জানা গেছে। বেশ কিছু জায়গায় ত্রাণ মিলছেও। কিন্তু আবার বেশ কিছু জায়গায় ত্রাণ নিয়ে শুরু হয়েছে বিভিন্ন গন্ডগোল।

রাজ্যের বহু জায়গা থেকে এলাকাবাসীরা অভিযোগ করেছেন, ত্রাণ নিয়ে হচ্ছে রাজনীতি। এবার ত্রাণ না পাওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন উত্তর 24 পরগনার বাদুড়িয়া গ্রামের অধিবাসীরা। বুধবার সকালে বাদুরিয়ায় ব্যাপক আকার ধারণ করে ত্রাণ সংক্রান্ত বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টা পুলিশকেই মারধর করা হয় বলে জানা গেছে। শেষমেষ পুলিশ র‍্যাফ নামিয়ে ও লাঠিচার্জ করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। লকডাউন চালু হবার কিছুদিন পরেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে ত্রাণ নিয়ে অভিযোগ উঠতে থাকে।

এই বেশিরভাগ অভিযোগই উঠেছে উত্তর 24 পরগনার বসিরহাট, হাসনাবাদ এর বিভিন্ন এলাকা থেকে। ত্রাণের সাথে সাথে রেশন ব্যবস্থা ঘিরেও কালোবাজারির অভিযোগ ওঠে। এই নিয়ে এর আগে একাধিকবার বিক্ষোভ দেখানো হয় বলে জানা গেছে এলাকাবাসীদের কাছ থেকে। কিন্তু বুধবার বসিরহাটের বাদুড়িয়ার পুরসভার 9 নম্বর ওয়ার্ডের স্থানীয় দাসপাড়া ও কাহারপাড়ার বাসিন্দারা ব্যাপক আকারে বিক্ষোভ দেখাতে শুরু করেন ত্রাণ না পেয়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ ওঠে, ত্রাণ বিলি করতে গিয়ে রাজনৈতিক রং এর বিচার করা হচ্ছে। এলাকা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এই বিক্ষোভের ফলে। পরিস্থিতি সামলাতে এলাকায় হাজির হয় বিশাল পুলিশবাহিনী। কিন্তু এলাকার বাসিন্দারা এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তাঁরা পাল্টা চড়াও হয় পুলিশ আধিকারিকদের ওপর। সূত্রের খবর, এলাকাবাসীদের আঘাতে মাথা ফেটে যায় এক পুলিস আধিকারিকের। জানা গেছে মোট চারজন পুলিশকর্মী কমবেশি জখম হয়েছেন।

সাথে সাথেই আহত পুলিশকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপরেই বসিরহাটের এসডিপিও অভিজিৎ সিংহ মহাপাত্র স্বয়ং বিশাল পুলিশবাহিনী এবং র‍্যাফ নিয়ে ঘটনাস্থলে আসেন এবং ব্যাপক মাত্রায় লাঠিচার্জ করা হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের। জানা গেছে এই ঘটনায় এলাকায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ইতিমধ্যে। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে তদন্তকারীরা জানিয়েছেন বারংবার ত্রাণ নিয়ে এই এলাকায় অভিযোগ কেন উঠছে, সে ব্যাপারে তদন্ত করা হবে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, যেখানে সাধারণ গরিব মানুষরা খেতে পারছে না এই ভয়াবহ পরিস্থিতিতে, তার মধ্যেও যেভাবে তাঁদের অসহায়তার সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের রাজনৈতিক ক্ষমতা চরিতার্থ করছে তা যথেষ্ট নিন্দনীয়। অন্যদিকে, রাজ্যের বিরোধী দলগুলি প্রথম থেকেই এ রাজ্যের ত্রাণ ব্যবস্থার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এবার দেখার এই ঘটনার খবর রাজ্য প্রশাসনের উচ্চস্তরে পৌঁছানোর পর কি ব্যবস্থা গ্রহণ করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!