এখন পড়ছেন
হোম > অন্যান্য > কলম্বাস থেকে চেন্নাই বিস্ফোরণ, বারাক ওবামা থেকে বাবা আমতে! আজকের দিনের অমর কীর্তি!

কলম্বাস থেকে চেন্নাই বিস্ফোরণ, বারাক ওবামা থেকে বাবা আমতে! আজকের দিনের অমর কীর্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৩রা আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা –

 

১. ১৯১২ সালে এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে।

২. ১৪৯৪ সালে আজকের দিনে কলম্বাস আমেরিকার উদ্দেশ্য তার নৌযাত্রা শুরু করেন।

৩. ২০১৫ সালে আজকের দিনে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবেশদূষণ রোধ করতে “ক্লীন পাওয়ার প্ল্যান” প্রকল্পটি চালু করেন।

 

৪. ১৯৮৪ সালে আজকের দিনে ভারতের মাদ্রাজ শহরে বোমা বিস্ফোরণ হয় যার দরুণ ৩২ জন মানুষ প্রাণ হারান।

৫. ২০০৪ সালে আজকের দিনে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টিকে ১১ সেপ্টেম্বরের কুখ্যাত হামলার পর পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৬. ১৯৯৮ সালে আজকের দিনে ভারতের উন্নতমানের মিশাইল “আকাশ”-কে পরীক্ষা করা হয়।

৭. ১৭৮০ সালে আজকের দিনে ক্যাপ্টেন ব্রুস ভারতের গোয়ালিয়র ফোর্ট দখল করেন।

৮. ১৯৮৫ সালে আজকের দিনটিতে বাবা আমতেকে তার সমাজকল্যাণমূলক কাজের জন্য রমন মাগসেসে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

 

৯. ২০০৫ সালে আজকের দিনে ভারতের সুপ্রিম কোর্ট মহম্মদ আইজলের নিম্ন কোর্ট দ্বারা ঘোষিত ফাঁসির আদেশকে বলবৎ রাখেন।

১০. ১৮৮৬ সালে আজকের দিনে বিখ্যাত হিন্দি পন্ডিত মৈথিলী শরন গুপ্ত জন্মগ্রহণ করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!