এখন পড়ছেন
হোম > জাতীয় > ফের সংখ্যালঘু মহিলাদের জন্য ঝাঁপালো মোদি সরকার, জেনে নিন বিস্তারিত

ফের সংখ্যালঘু মহিলাদের জন্য ঝাঁপালো মোদি সরকার, জেনে নিন বিস্তারিত


গত 2014 সালে লোকসভা নির্বাচনের পর প্রথম ধাপে সরকারে এসে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার বেশ কিছু বিল সংসদে পাস করেছে। যার মধ্যে অন্যতম ছিল তিন তালাক বিল। আর সংসদে এই বিল পাসের পরই বিভিন্ন মহলে নানা গুঞ্জন তৈরি হয়। তবে লোকসভায় এই বিল পাশে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলে তা সম্ভব হয়েছিল।

কিন্তু রাজ্যসভায় গেরুয়া শিবিরের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধীদের পক্ষ থেকে বারেবারেই এই বিলকে আটকে দেওয়া হয়েছে। তবে দ্বিতীয় ইনিংসে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের পর ফের কেন্দ্রে সেই বিজেপি ক্ষমতায় আসলে এবার এই তিন তালাক বিল আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এর আগের সরকার গত ফেব্রুয়ারিতে এই তিন তালাক নিয়ে যে অর্ডিন্যান্স পাস করেছিল, তার বদলেই এই নতুন বিল আসতে চলেছে। বুধবারই এই ব্যাপারে তৎপরতা দেখাতে চলেছে কেন্দ্র। তবে অতীতের মতো এবারও কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি নিয়ে লোকসভায় এই তিন তালাক বিল পাস হলেও রাজ্যসভায় এই বিলের ভবিষ্যৎ কি হয় এখন সেদিকেই নজর রয়েছে অনেকের।

কেননা এখনও পর্যন্ত রাজ্যসভায় বিজেপি তাদের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সব মিলিয়ে এবার দ্বিতীয় ইনিংসে ক্ষমতায় আসতে না আসতেই ফের সংখ্যালঘু মহিলাদের জন্য উদ্যোগী কেন্দ্রের মোদি সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!