এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কালকেই কি মুকুল রায়কে ‘মু তোর জবাব’? অপেক্ষায় রাজনৈতিক মহল

কালকেই কি মুকুল রায়কে ‘মু তোর জবাব’? অপেক্ষায় রাজনৈতিক মহল

গত শুক্রবার প্রথমবারের জন্য বিজেপির প্রকাশ্য সমাবেশ থেকে নিজের বক্তব্য রাখেন তৃণমূল ত্যাগী নেতা মুকুল রায়। আর প্রথমবারেই তিনি তাঁর আক্রমনের তীর রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড-হারবারের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের মাননীয় মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। আর আগামীকাল সেই একই জায়গায় সভা তৃণমূল যুব কংগ্রেসের। রাজনৈতিক মহলে জল্পনা তাহলে এই সভা থেকেই কি তৃণমূল মুকুল রায়কে পাল্টা দেবে? যদিও এই সভা আদতে হচ্ছে কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, কিন্তু মুকুল রায়ের শুক্রবারের সাভার পর এই সাভার গুরুত্ত্ব হঠাৎ করে যেন বেড়ে গেছে অনেকগুন।
মুকুল বাবু যে তিনজনকে মূলত আক্রমন করেছিলেন তার মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন লন্ডনে। সূত্র মারফত এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, মঞ্চে দেখা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তবে থাকতে পারেন সুব্রত বক্সি কিংবা পার্থ চট্টোপাধ্যায়। কেননা মুকুল রায়ের বিজেপি অন্তর্ভুক্তিকে আপাতত কোনো রকম গুরুত্ত্ব দিতে নারাজ শাসকদল। আর তাই থাকছেন না সেরকম কোনো বড় শীর্ষস্থানীয় নেতা। তবে গুরুত্ত্ব দেওয়া হচ্ছে জনসমাগমে বিজেপিকে হারিয়ে দেওয়া। কেননা ইদানিংকালের অন্যতম বড় জনসমাগমে সত্যিই চমকে দিয়েছে বিজেপি। আর তাই শাসকদল দেখাতে চাইছে সেরকম কোনো বড় নাম না রেখেও এখনও অন্য কোনো বিরোধীদল জনসমর্থনে যোজন মাইল পথ দূরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!