গুজরাট বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে বড় ধাক্কা বিজেপির জাতীয় বিশেষ খবর November 12, 2017 গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপির, জোর ধাক্কা খেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের নোটবন্দি তত্বও। গত ৯ নভেম্বের মধ্যপ্রদেশের সাতনা জেলার চিত্রকূট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়, রবিবার ছিল তারই গণনা। বিজেপি প্রার্থী শঙ্কর দয়াল ত্রিপাঠীকে হারিয়ে ওই আসন দখল করলেন কংগ্রেসের নিলান্সু চতুর্বেদী। বিজেপি প্রার্থী শঙ্কর দয়াল ত্রিপাঠীকে হারিয়ে ওই আসন দখল করলেন কংগ্রেসের নিলান্সু চতুর্বেদী। উত্তরপ্রদেশ সীমান্ত লাগোয়া এই চিত্রকূটে কংগ্রেসের আধিপত্য বরাবরই বেশি। তার ওপর এবার বিজেপির বিরুদ্ধে তাদের প্রচারের মূখ্য হাতিয়ারই ছিল নোটবন্দি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত রাজ্যেই এই হার বড় ধাক্কা বিজেপির। আপনার মতামত জানান -