এখন পড়ছেন
হোম > জাতীয় > রামমন্দির নির্মাণ! হিন্দুদের স্বপ্নের মন্দিরকে হাজার বছর টিকিয়ে রাখতে অভিনব আবেদন ট্রাস্টের

রামমন্দির নির্মাণ! হিন্দুদের স্বপ্নের মন্দিরকে হাজার বছর টিকিয়ে রাখতে অভিনব আবেদন ট্রাস্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাবরি মসজিদ ধ্বংস থেকে শুরু করে দীর্ঘদিন আইনি লড়াইয়ের পর অবশেষে গত 5 ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজা হয়। আর এবার শুরু হয়ে গেছে রাম মন্দির নির্মাণ। বহুপ্রতীক্ষিত অযোধ্যা রাম মন্দির নির্মাণকল্প আগামী সাড়ে তিন বা চার বছরের মধ্যে সমাপ্ত হবে বলে জানা গেছে। তবে অযোধ্যা মন্দিরকে শক্ত পোক্ত করে তোলার জন্য অর্থাৎ কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের সামনে যাতে মন্দির নষ্ট না হয়, তার কারণে মন্দির কর্তৃপক্ষ এবার অভিনব আবেদন নিয়ে এসেছেন দেশবাসীর সামনে।

মন্দিরকে দীর্ঘ দিন টিকিয়ে রাখার জন্য মন্দির নির্মাণে কোনোরকম লোহা ব্যবহার করা হবেনা বলে জানানো হয়েছে মন্দির নির্মাণ ট্রাস্টের পক্ষ থেকে। সে জায়গায় ব্যবহৃত হবে তামার পাত। প্রয়োজন 10000 তামার পাতের। তাই দেশবাসীকে এবার তামার পাত দান করার আর্জি জানিয়েছে অযোধ্যা রাম মন্দির নির্মাণ ট্রাস্ট কর্তৃপক্ষ। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, হাজার বছর ধরে মন্দিরকে টিকিয়ে রাখতে গেলে প্রয়োজন পাথরের টুকরো এবং প্রতিটি টুকরোর সাথে তামার পাত।

এভাবেই রাম মন্দির তৈরি হবে। আর তাই দেশবাসীর কাছে আবেদনে বলা হয়েছে, 18 ইঞ্চি লম্বা আর 30 মিলি মিটার চওড়া এবং তিন মিলিমিটার পুরু তামার পাত দান করতে। ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ চায় তাহলে দান করা তামার পাতের উপর নিজের পরিবারের নাম, ঠিকানা, গোত্র ইত্যাদি খোদাই করে দিতে পারে। এ ব্যাপারে মন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিকল্পনার ফলে দেশের একতা রক্ষা যেমন হবে তেমনি অযোধ্যা রাম মন্দির নির্মাণে গোটা দেশের অংশগ্রহণও করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ইতিমধ্যে জানিয়েছেন, মন্দির নির্মানকল্পে সাহায্য করছে বিখ্যাত নির্মাণকারী সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো। অন্যদিকে জানা গেছে, মন্দির খোঁড়ার সময় মাটি থেকে একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে সম্প্রতি। প্রসঙ্গত, এর আগেও বহুবার অযোধ্যার এই জমির তলা থেকে বিভিন্ন দেবদেবীর মূর্তি পাওয়া যায়। সারা দেশের মানুষকে তামার পাত দেবার আবেদন করায় রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে এবার।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, দেশের বহু মন্দিরই দীর্ঘদিন ধরে টিকে রয়েছে ইঁট,লোহা ব্যবহার করেও। অযোধ্যা মন্দিরকে আলাদা করে বানানোর জন্য তামার পাতের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে। অন্যদিকে অনেকেই মনে করছে, রাম মন্দিরকে দীর্ঘকালীন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করার জন্যই মূলত এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এবার দেখার, রাম মন্দিরকল্পে দেশবাসী কিভাবে সাহায্য করতে এগিয়ে আসে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!