এখন পড়ছেন
হোম > জাতীয় > ফেসবুক-বিজেপি আঁতাত নিয়ে নতুন করে জল ঘোলা! বড়সড় পদক্ষেপ সংসদীয় কমিটির, জানুন বিস্তারিতভাবে

ফেসবুক-বিজেপি আঁতাত নিয়ে নতুন করে জল ঘোলা! বড়সড় পদক্ষেপ সংসদীয় কমিটির, জানুন বিস্তারিতভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছিল ফেসবুকের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বেড়ে ওঠা নিয়ে। বিরোধীরা বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, ফেসবুকে গেরুয়া শিবির যেভাবে উস্কানিমূলক, ঘৃণাসূচক, অশ্লীল মন্তব্য করে চলে, তা ফেসবুক কর্তৃপক্ষকে নজরে আনলেও তা নিয়ে কোনো শাস্তিমুলক ব্যবস্থা ফেসবুক কর্তৃপক্ষ গ্রহণ করেনা। অন্যদিকে, ভারতে বিজেপিকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে ফেসবুকের বিরুদ্ধে এবার সরব হয়েছে বিরোধীরা। সেই অনুযায়ী এবার ফেসবুক কর্তৃপক্ষকে সংসদীয় কমিটি জরুরী ভিত্তিতে সমন পাঠিয়েছে বলে জানা যাচ্ছে।

এই পরিপ্রেক্ষিতে আগামী দোসরা সেপ্টেম্বর ফেসবুক কর্তৃপক্ষকে সংসদীয় কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অন্যদিকে ওই একই সময়ে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা বলা হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে ফেসবুক ইন্ডিয়ার কার্যকলাপ ঘিরে দিল্লির রাজনৈতিক মহল রীতিমত সরগরম হয়ে উঠেছে। বারংবার বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে ফেসবুককে অভিযুক্ত করা হয়। ভারতে বিজেপির প্রতি পক্ষপাতিত্ব করছে ফেসবুক বলে দাবি ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে তিন পাতার একটি চিঠিও পাঠানো হয় ফেসবুক কর্তৃপক্ষকে। এই নিয়ে ফেসবুকের ভারতীয় শাখার জবাবদিহি চান তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শশী থারুর। এবং তাঁকে এ ব্যাপারে সমর্থন জানান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অন্যদিকে, বিরোধীদের মুখ বন্ধ করার জন্য গেরুয়া শিবির উঠেপড়ে লাগে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ থেকে থেকে শশী থারুরকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন করেন।

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর অভিযোগ করেন, শশী থারুর বিধি ভঙ্গ করেছেন। যদিও এতকিছু করেও গেরুয়া শিবির শেষ পর্যন্ত অবস্থা সামলাতে পারেনি বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের একাংশের মতে, ফেসবুক কর্তৃপক্ষকে অভিযুক্ত করার সাথে সাথে যেভাবে গেরুয়া শিবির উঠে-পড়ে লেগেছে বিরোধীদের মুখ বন্ধ করতে, তাতে প্রমাণ হচ্ছে ফেসবুকের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বিদ্যমান। ফেসবুক কর্তৃপক্ষকে সংসদীয় কমিটির সমন পাঠানো থেকে মনে করা হচ্ছে, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবার হয়তো কিছুটা চাপে পড়ল। আপাতত পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকেই নজর রাখবে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!