এখন পড়ছেন
হোম > জাতীয় > চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, এবার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নিয়ম পরিবর্তন হচ্ছে

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, এবার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নিয়ম পরিবর্তন হচ্ছে

বিশ্ব বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এক নতুন নিয়মাবলীর প্রচলন হলো। জানা যাচ্ছে এখন শুধু ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট ) নয় আবেদনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষক পদ প্রার্থীর পিএইচডি ডিগ্রিও লাগবে। এই নিয়ম বাধ্যতামূলক হবে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে। এদিন এই কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। উল্লেখ্য বর্তমান নিয়মানুয়ারী স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রিধারী, নেট-উত্তীর্ণ সকলেই বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারি অধ্যাপক পদের জন্য আবেদন করতে পারেন। কিন্তু এখন ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সেই নিয়মের পরিবর্তন আনতে কেন্দ্র উদ্যোগী হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন ইউজিসি-র নতুন নিয়মাবলি প্রসঙ্গে বিবৃতি দিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী বললেন, ” দেশে উচ্চশিক্ষার মানকে আরও বৃদ্ধি করতে এবং দেশের সেরা মেধা ও দক্ষতাকে আকৃষ্ট করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” একই সাথে তিনি আরোও বললেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক করা হলেও, কলেজ শিক্ষকদের ক্ষেত্রে অ্যাকাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটর বা এপিআই প্রত্যাহার করা হয়েছে। আগে এইক্ষেত্রে কলেজ শিক্ষকদের বাধ্যতামূলকভাবে গবেষণারত হওয়ার শর্ত ছিলো । এখন থেকে সেই শর্ত খারিজ করা হলো। কেন্দ্রীয় মন্ত্রীর প্রকাশিত নিয়মাবলী থেকে জানা যাচ্ছে শুধু দেশের বিশ্ববিদ্যালয় নয় বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীও দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকতা করানোর জন্য আবেদন করতে পারবেন। এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কলেজের শিক্ষকদের এপিআই খারিজ করার প্রসঙ্গে বললেন, কোনও শিক্ষক যদি দুটি-ই নিজ উদ্যোগে একসঙ্গে চালিয়ে যেতে পারেন, তাহলে তাঁর পদোন্নতি ঘটবে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!