এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রসঙ্গ শিশির-লকেট সাক্ষাৎ! কি অভিমত ঘাসফুল শিবিরের?

প্রসঙ্গ শিশির-লকেট সাক্ষাৎ! কি অভিমত ঘাসফুল শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শান্তিকুঞ্জ গিয়ে শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁদের সাক্ষাতের পরই শিশির অধিকারীর বিজেপিতে যাবার জল্পনা তীব্র হয়েছে। তবে, বিজেপিতে যোগদানের প্রসঙ্গে তিনি শুধু এটুকুই বলেছেন যে, ছেলেরা বললে ভাববেন তিনি। এরপর, এ বিষয়ে বক্তব্য রাখলেন তৃণমূল নেতৃত্ব।

রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আজ শিশির অধিকারীর কাছে প্রধানমন্ত্রীর দূত হিসেবেই উপস্থিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। অধিকারী বাড়িতে বিশেষভাবে আপ্যায়ন করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। শান্তিকুঞ্জ থেকে বেরোনোর পর লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, শান্তিকুঞ্জে সপরিবারে থাকেন শুভেন্দু অধিকারী। বাবা ছেলের পাশে থাকেন, ছেলে বাবার পাশে থাকেন, এমনটাই তো হওয়া উচিত। তিনি জানিয়েছেন, শিশির অধিকারী যদি রাজি হন, তবে তাঁকে সাদরে বরণ করা হবে বিজেপিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে তৃণমূল ও বিজেপি সাংসদের সাক্ষাতের পর এ বিষয়ে মুখ খুলল ঘাসফুল শিবির। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান যে, এটা একটা নাটকের পূর্বপরিকল্পিত চিত্রনাট্য। সবাই জানে কিছুদিন পর কাকে কোথায় দেখতে পাওয়া যাবে? তবে এর সঙ্গেই তিনি জানালেন, কেউ কারোর বাড়ি যেতেই পারেন। এটাকে গুরুত্ব দেওয়া নিষ্প্রয়োজন। মেদিনীপুরের ১৬ টি আসনের মধ্যে ১৬ টি আসনেই জয়লাভ করবে তৃণমূল। নন্দীগ্রামে জয়লাভ করবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, এ প্রসঙ্গে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, মেদিনীপুরে কিছুই করছেন না শিশির অধিকারী। এর আগে ছেলের সমর্থনে বিবৃতি দিয়েছেন তিনি। শিশিরবাবু দলবদলের রাজনীতি না করলেই ভালো হবে। এখন ব্যাপারটা তিনি যেমন বুঝবেন। ইতিপূর্বে শুভেন্দু অধিকারীকে দলে ধরে রাখার হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিলেন সৌগত রায়। শিশির অধিকারী তৃণমূল থেকে যাবেন, এমন আশা করছেন না তাঁরা। তবে, শেষমেশ যদি তিনি বিজেপিতে যোগদান না করেন, তবে, সেটাই যেন হতে চলেছে তাঁদের কাছে বিরাট পাওনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!