এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “সঠিক মূল্যায়ন” রাজ্যপালের প্রশংসা করেও হালকা খোঁচা শুভেন্দুর!

 “সঠিক মূল্যায়ন” রাজ্যপালের প্রশংসা করেও হালকা খোঁচা শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নামে সবুজ সংকেত দেওয়ার পর থেকেই রাজ্যপালকে কটাক্ষ করতে শুরু করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বর্তমানে হিংসা আটকাতে যখন সেই কমিশনের বিরুদ্ধে মন্তব্য করছেন রাজ্যপাল, এমনকি একের পর এক পদক্ষেপ গ্রহণ করছেন, তখন সেই রাজ্যপালের প্রশংসা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

তবে প্রশংসা করলেও অতীতের কথা তুলে ধরে হালকা খোঁচাও দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তার মতে, রাজ্যপাল গোড়ায় গলদ করেছেন। তিনি যদি রাজীব সিনহার নামে সবুজ সংকেত না দিতেন, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটত না। তবে রাজ্যপালকে এক্ষেত্রে মিসগাইড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও অভিযোগ শুভেন্দু অধিকারীর।

প্রসঙ্গত, এদিন হিংসা আটকাতে রাজ্যপালের একের পর এক পদক্ষেপ নিয়ে এদিন শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “সঠিক মূল্যায়ন। উনি একদম ঠিক পদক্ষেপ গ্রহণ করছেন। কিন্তু গোড়ায় গলদ উনিই করেছেন। উনি যদি রাজ্য সরকারের পাঠানো তিনটে নাম দেখে নির্বাচন কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতেন, তাহলে এই ঘটনা ঘটত না। আমি এটা আগেও বলেছি, এখনও বলছি। তবে রাজ্যপাল অত্যন্ত ভালো মানুষ। আমি আশা করব, তিনি বর্তমানে যে পদক্ষেপ নিচ্ছেন, তার থেকে আরও বেশি পদক্ষেপ ভবিষ্যতে গ্রহণ করবেন। তবে ওনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিসগাইড করেছেন।”

পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের বর্তমান পদক্ষেপকে প্রশংসা করলেন ঠিকই। কিন্তু নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগকে যে তিনি মানতে পারছেন না এবং এর জন্য যে দায়ী রাজ্যপাল, তা বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি গোটা বিষয়ে যে রাজ্যপালকে ভুল বোঝানো হয়েছে, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!