এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গোদের উপর বিষফোঁড়া! করোনা আতঙ্কের মাঝে এবার কলকাতার ঘুম ওড়াতে চলেছে ডেঙ্গু? জানুন বিস্তারে

গোদের উপর বিষফোঁড়া! করোনা আতঙ্কের মাঝে এবার কলকাতার ঘুম ওড়াতে চলেছে ডেঙ্গু? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে একটি বহুল প্রচলিত প্রবাদকে কিছুটা পাল্টে বলাই যায়, একা করোনায় রক্ষে নেই ডেঙ্গু দোসর। বর্তমানে কলকাতায় করোনার প্রভাব কিছুটা হলেও কম লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু চিন্তা বাড়িয়ে আবারও দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায় ধরা পড়েছে ডেঙ্গু। তবে ডেঙ্গুর প্রভাব এ বছর গত বছরের তুলনায় অনেক কম বলে জানা যাচ্ছে। কিন্তু প্রশাসনের দুশ্চিন্তা অন্য জায়গায়। ডেঙ্গু সংক্রমণের সংখ্যা হঠাৎ করে যদি বেড়ে যায়, তাহলে আর দুর্দশার শেষ থাকবে না বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি কলকাতার চারটি বরোর 15 থেকে 16 টি ওয়ার্ডে ডেঙ্গুর সংক্রমণ পাওয়া গেছে। এবং এই বরোগুলিতে গত বছরেও একইভাবেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত হয়েছিল বলে জানা যাচ্ছে। প্রতিটি ওয়ার্ড থেকেই কমবেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। যে বরোগুলিতে ডেঙ্গু দেখা গিয়েছে সেগুলি হল- 7, 8, 9 ও 10। এবং এই বরোভিত্তিক ওয়ার্ডগুলির জন্য ‘স্পেশাল অ্যাকশন প্ল্যান’ তৈরি হয়েছে বলে জানিয়েছেন পুরসভার স্বাস্থ্য প্রশাসক অতীন ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জানা যাচ্ছে- ভবানীপুর, রাসবিহারী, টালিগঞ্জ, কসবা, যাদবপুর এবং আলিপুর ও বালিগঞ্জের যে ওয়ার্ডগুলিতে ডেঙ্গু সংক্রমণ পাওয়া গেছে, সেখানে জানা যাচ্ছে, ডেঙ্গুর বাড়বাড়ন্তের মূল কারণ এলাকার বাসিন্দাদের মধ্যে একাংশের উদাসীনতা। দেখা যাচ্ছে, অনেকেরই বাড়িতে এসি, ফ্রিজ থেকে শুরু করে গাড়ির গ্যারেজে জল জমলেও তা সঠিক নিয়মে পরিষ্কার হচ্ছেনা। এমনকি সরকারি অফিসগুলোতেও ডেঙ্গু লার্ভা পাওয়া যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সরকারি আবাসনেও ময়লা জমে ডেঙ্গুর মশা জন্মাচ্ছে বলে অভিযোগ।

এদিন পুরপ্রশাসক অতীনবাবু জানিয়েছেন, “ডেঙ্গু কম আছে বলে আততুষ্ট হচ্ছি না। চিহ্নিত চারটি বরোর নির্দিষ্ট ওয়ার্ডগুলির হেলথ অফিসার, ভেক্টর কন্ট্রোল অফিসার ও ওয়ার্ড কো-অর্ডিনেটরকে নিয়ে শীঘ্রই বৈঠক করা হবে। যে সমস্ত এলাকায় বেশি রোগী পাওয়া যাচ্ছে সেখানে নিজে যাব।” বিশেষজ্ঞদের মতে, বিগত বেশ কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রাবল্য লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই ডেঙ্গু আক্রান্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ডেঙ্গু মশা নিবারণে রীতিমতো কড়া নিয়ম নিরূপণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আপাতত করোনার পাশাপাশি ডেঙ্গু যাতে প্রবল আকার ধারণ না করে, সেদিকে নজর রয়েছে প্রশাসনের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!