এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বালুরঘাটে গননায় ব্যাপক কারচুপি? গভীর রাতে পৌছে গেলেন সুকান্ত!

বালুরঘাটে গননায় ব্যাপক কারচুপি? গভীর রাতে পৌছে গেলেন সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি কার্যত নিশ্চিত ছিল যে, এবার নির্বাচনে সন্ত্রাস হলেও, তারা গণনাতে কিছু আসনে জয়লাভ করবে। কিন্তু একেবারে যে বিজেপি সাফ হয়ে যাবে, তা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দুপুরেই শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, এটা নির্বাচনের ফলের প্রতিফলন নয়। গণনাতে কারচুপি করা হচ্ছে। আর এবার সেই গণনাতে কারচুপির গন্ধ পেয়ে মধ্যরাতে বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রে পৌঁছে গেলেন স্থানীয় সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই কর্মী সমর্থকদের মুখ থেকে অভিযোগ পেয়ে পুলিশকর্তাদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন দুপুরে গননায় কারচুপির পরেই বালুরঘাটে জেলাশাসকের দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি জিতলেও, সেখানে জোর করে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হয়েছে। তবে এরপর রাত্রিবেলা জেলা পরিষদের গণনার সময় সুকান্তবাবু খবর পান, গণনা কেন্দ্রের ভেতরে অনেক দুষ্কৃতী প্রবেশ করেছে। আর তারপরেই বালুরঘাট কলেজের গেটের বাইরে গিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন সুকান্ত মজুমদার। একাংশের অভিযোগ, জেলা পরিষদের সব আসন দখল করতে তৃণমূল কংগ্রেস পৌরসভার বাসিন্দাদের কলেজের ভেতর ঢুকিয়ে দিয়েছে।

বিজেপির দাবি, দক্ষিণ দিনাজপুর জেলায় তারা জেলা পরিষদ দখল করার মতো জায়গায় ছিল। কিন্তু পঞ্চায়েতের গণনার সময় থেকেই বিজেপির জেতা আসনকে মুহূর্তের মধ্যে তৃণমূলের জেতা আসন বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। প্রথমে অনেক জায়গায় বিজেপি জয়লাভ করলেও জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। আর এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত লড়াই দিয়ে গণনা কেন্দ্রে কারচুপির খবর পেয়ে মধ্যরাতে বালুরঘাট কলেজে পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!