এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ত্রিস্তর পঞ্চায়েতে তিন ধাপে লুট” তৃনমূলের বড়াই ভেঙে দিলেন শুভেন্দু!

“ত্রিস্তর পঞ্চায়েতে তিন ধাপে লুট” তৃনমূলের বড়াই ভেঙে দিলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চারিদিকে শুধু সবুজ ঝড় উঠছে রাজ্যে। সবুজ আবিরে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূল শীর্ষনেতৃত্ব দাবি করছে, এটা উন্নয়নের ফসল। কিন্তু কি উন্নয়ন হয়েছে, সেটা সাধারণ মানুষ জানে। তাই পঞ্চায়েতে মনোনয়ন প্রক্রিয়া, ভোটের দিন অশান্তি করেও শান্তি হয়নি তৃণমূল কংগ্রেসের। ভোট লুট করে তিন ধাপে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন নির্বাচনে বিজেপির পরাজয় এবং তৃণমূলের বিপুল জয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ভোট হয়েছে নাকি যে, গননা হবে! ত্রিস্তর পঞ্চায়েতে ত্রিস্তরভাবে ভোট লুট করা হয়েছে। প্রথম মনোনয়নের সময়, দ্বিতীয় ভোটের দিন এবং তৃতীয় ভোটের ঘটনার সময় কারচুপি করা হয়েছে।”

এদিকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে নানা মহলে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, প্রথম দিকে অনেক জেলাতেই দেখা গিয়েছিল বিজেপি অনেক সিটে জিতে গিয়েছে। কিন্তু মুহূর্তের মধ্যে সেখানে পরবর্তীতে জয়লাভ করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ফলে গলদ যে গণনাতেও হয়েছে, তা কিছুটা হলেও পরিষ্কার। তাহলে কি শুভেন্দু অধিকারীর এই বক্তব্য সঠিক! সত্যিই কি এত সন্ত্রাস করার পরেও সাধারণ মানুষ ভোট দেওয়ার কারণে অনেক জায়গায় হেরে গিয়েছিল তৃণমূল কংগ্রেস? তবে সব আসন নিজের দখলে নেওয়ার জন্য গণনাতেও কারচুপি করতে হয়েছে রাজ্যের শাসক দলকে! শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!