এখন পড়ছেন
হোম > জাতীয় > জে এন ইউ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালীন বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের

জে এন ইউ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালীন বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের

সম্প্রতি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছিল। সেখানকার হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে এর সাথে সম্প্রতি যোগ হয় মূর্তি ভাঙার ঘটনা। যার ফলে জেএনইউ বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে ওঠে। যদিও কারা মূর্তি ভাঙ্গার পেছনে ছিল, সে বিষয়ে কিছুই জানা যায় না। জেএনইউ এ হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদের ফলস্বরূপ হোস্টেল ফি সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তবুও এখনো বিক্ষোভ থামার কোনো ইঙ্গিত নেই। সূত্রের খবর, ড্রেসকোড সংক্রান্ত বাধ্যতামূলক নির্দেশিকা ঘিরে চলছে বর্তমান আন্দোলন।

জেএনইউ এর এই পরিস্থিতিতে সেখানে পৌঁছান রাজ্যসভার সংসদ সুব্রহ্মণ্যম স্বামী। জেএনইউ এর অস্থির সময়ের প্রাক্কালে গিয়ে তিনি এবার বিতর্কিত মন্তব্য করে এলেন। সুব্রহ্মণ্যম স্বামী এদিন জেএনইউ বিশ্ববিদ্যালয়ের জন্য দুটি পরামর্শ দিয়েছেন। সেগুলি হল, দুবছরের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক। এবং বিশ্ববিদ্যালয় চত্বরে সরকারের তরফ থেকে আধা সেনা মোতায়েন করা হোক। সুব্রহ্মণ্যম স্বামীর এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে এবং জেএনইউ এর পড়ুয়া মহলে চরম বিতর্কের সূচনা হয়েছে।

জেএনইউ সম্পর্কে বিজেপি নেতা আরও বলেন যে, এই বিশ্ববিদ্যালয় পাঠরত যেসব পড়ুয়া আছেন যাঁরা তা‌ঁদের পরবর্তী শিক্ষা সম্পন্ন করতে চান, তাঁদের দিল্লি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হোক। অন্যদিকে, তিনি মন্তব্য করেছেন জেএনইউ এর ভিতর পুলিশ থানা হওয়া উচিত। জেএনইউ এর বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সুব্রহ্মণ্যম স্বামীর এই বক্তব্যের ফলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি সুব্রহ্মণ্যম স্বামী এদিন মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বক্তব‍্য রাখেন। শিবসেনা দলকে তিনি চরমপন্থী বলে ব্যাখ্যা করেন।  অন্যদিকে, মুসলিম পার্সোনাল ল বোর্ড সম্পর্কে তিনি জানিয়েছেন, বর্তমানে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য নানান পরিকল্পনা করছেন।

সম্প্রতি জেএনইউ এর বিক্ষোভের মাঝেই বাঙালি মনীষীর মূর্তি ভাঙ্গা হয়। প্রশ্ন ওঠে, একের পর এক বাঙালি মনীষীদের মূর্তি ভাঙ্গা হচ্ছে কেন? সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লাগিয়ে ধরনের রাজনীতি করা উচিত নয় বলে দাবি করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এদিন সাংসদ সুব্রহ্মণ্যম কথায় কথায় জেএনইউ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের পরিস্থিতি বিক্ষোভের পরিস্থিতি বদল হয় কিনা সেদিকে নজর রাখবে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!