প্রিয় বন্ধু বাংলা এক্সক্লুসিভ: ত্রিপুরা বামফ্রন্টের সম্পূর্ণ প্রার্থী তালিকা জাতীয় বিশেষ খবর January 24, 2018 আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রকাশিত হল ত্রিপুরা বামফ্রন্টের প্রার্থী তালিকা। সম্পূর্ণ প্রার্থী তালিকা এক্সক্লুসিভলি শুধুমাত্র প্রিয়বন্ধু বাংলার পাঠকদের জন্য। এবারের প্রার্থী তালিকায় বামফ্রন্ট সেই পুরোনোদের উপরেই ভরসা রেখেছে, ৬০ আসনের বিধানসভায় নতুন মুখ ১২ জন, কিন্তু বেশিরভাগই মুখ বদলেছে গতবারের হারা আসনে। প্রার্থী তালিকায় চমক বলতে বাধারঘাট আসন থেকে রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্যর টিকিট পাওয়া, গতবার এই আসনটি কংগ্রেসের দখলে ছিল। সূত্রের খবর, বামফ্রন্ট এবারেও ত্রিপুরাতে সরকার গড়লে এবং ঝর্ণা দেবী জিতলে তাঁকে রাজ্যে মন্ত্রীত্ত্ব দিয়ে, তাঁর আসনে রাজ্যসভায় সীতারাম ইয়েচুরিকে পাঠানো হতে পারে। ত্রিপুরা বামফ্রন্টের সম্পূর্ণ প্রার্থী তালিকা – আপনার মতামত জানান -