বিশ্ববাংলা নিয়ে তৃণমূলকে পরিবারতন্ত্রর খোঁচা অধীরের রাজ্য November 29, 2017 মুকুলের পর বিশ্ব বাংলা নিয়ে এবার তৃণমূলকে পরিবাররতন্ত্রের খোঁচা দিলেন অধীর। পশ্চিমবঙ্গে শিল্প পুনর্জাগরণের দাবিতে দক্ষিণ ২৪ পরগনার আছিপুর থেকে বজবজ পর্যন্ত অধীর চৌধুরির নেতৃত্ব মিছিল হয়। আর সেখানেই নাম না করে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন তিনি বলেন “বিশ্ববাংলা একটি ঘোটালার নাম। একটা পরিবার তার আখের গোছাতে এটিকে ব্যবহার করেছে। বিশ্ববাংলা দুর্নীতির বিষয়।” এছাড়া তিনি অভিযোগ করেন “একে সামনে রেখে বাংলার শাসকদল নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। সেখানে মেধা সম্পত্তি অধিকারকে মানা হয়নি।”এমনকি শিল্প নিয়ে আক্রমণ জানান তিনি। বলেন “পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় শিল্প বন্ধ হয়ে গেছে বা কারখানা বিক্রি হয়ে গেছে। সেখানে নতুন করে শিল্প গড়ে তোলার দাবিতে আমরা মিছিল করছি। তাই আমরা এই সরকারের কাছে শিল্পের দাবি জানাচ্ছি।” আপনার মতামত জানান -